হোম > রাজনীতি > এনসিপি

রক্ত নয় এবার সিল দিয়ে আমাদের পরিবর্তন করতে হবে: আসিফ

স্টাফ রিপোর্টার

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, রক্ত নয় এবার সিল দিয়ে আমাদের পরিবর্তন করতে হবে। জুলাই গণ-অভ্যুত্থানের পূর্বে গত ১৭ বছরে যে নির্যাতন হয়েছে তারই আরেকটি ডেমো গত ১৬ মাসে দেখেছি। এই নিপীড়ক ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে রাজপথ নয় বরং সিল দিতে হবে।

সোমবার চট্টগ্রামের বোয়ালখালীর ফুলতলা মোড়ে চট্টগ্রাম ৮ আসনের প্রার্থী জোবায়রুল আরিফের পক্ষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর আমাদের সামনে আগামী ১২ ফেব্রুয়ারি আরেকটি ক্রান্তিকাল হিসেবে উপস্থিত হয়েছে। ৫ আগস্ট যেমন আমরা শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছিলাম, তেমনি আরেকটি সুযোগ এসেছে। আমরা মার্কা নয় বরং কোনো জোট এদেশের মানুষের মুক্তি এনে দিতে পারবে, আমরা তাদেরকেই ভোট দিব। এগারো দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে চট্টগ্রাম আট আসনে মনোনীত হয়েছে জোবায়রুল আরিফ। বাংলাদেশের জনগণের মুক্তির জন্য বোয়ালখালী আসনে একটা মার্কায় ভোট পড়বে শাপলা কলি। আপনারা দেখবেন একটি রাজনৈতিক দল সংস্কারের কথা বলেছে। কিন্তু যখন সংস্কারের সুযোগ এসেছে তখনই তারা চুপসে গেছে। এগারো দলীয় জোটকে বিজয়ী এবং হ্যাঁ ভোটকে বিজয়ী সংস্কারের পক্ষে রায় দেবেন। ফ্যাসিবাদী পরাজিত শক্তি এবং নতুন ফ্যাসিস্ট শক্তির ঐক্য তৈরি হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ১১ জোটকে নির্বাচিত করে ফ্যাসিবাদী শক্তির ঐক্যকে নস্যাৎ করবেন। বান্দরবন তিনশত নাম্বার আসনে শাপলা কলি আসনে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি বদরুল হক বলেন, জুলাই বিপ্লব ও ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের সকল কৃতিত্ব ছাত্র-জনতার। আগামীতে এদেশে কোনো ষড়যন্ত্র হলে ছাত্র-জনতা ঝাপিয়ে পড়বে ইনশাআল্লাহ। চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দশ দলীয় ঐক্য জোটের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। দশ দলীয় ঐক্য জোটের প্রার্থী জোবায়রুল আরিফ শাপলা কলি মার্কায় ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন।

চট্টগ্রাম আট আসনের এগারো দলীয় ঐক্য জোটের প্রার্থী জোবায়রুল আরিফ বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হতে হবে। একটা বিভিন্ন কার্ডের কথা আপনাদের বলছে।  কিন্তু গত ষোল মাসে চাঁদাবাজি, দখলবাজি খুন ছিনতাই করে তারা সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে। তারা আপনাদের কার্ড দেওয়ার কথা বলে নিজেরাই খেয়ে ফেলবে। সংস্কার ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ দেখতে চাইলে এগারো দলীয় ঐক্য জোট ও  হ্যাঁয়ের পক্ষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।

সুশাসন প্রতিষ্ঠায় প্রবাসীদের আশা বাস্তবায়নের প্রতিশ্রুতি নাহিদের

১১ দলীয় জোট প্রার্থী আদীবের ওপর হামলার নিন্দা এনসিপির

এনসিপি প্রার্থীর ওপর হামলার ঘটনায় এলডিপির নিন্দা

১১ দলীয় জোটের প্রার্থী আরিফুলের ওপর বিএনপির হামলা, আহত ১২

শহীদ ইশমামের কবর জিয়ারতের মাধ্যমে এনসিপির নির্বাচনি পদযাত্রা শুরু

বিএনপি নেতার নেতৃত্বে এনসিপি প্রার্থীর ওপর হামলার অভিযোগ

একটি দলের বড় বড় অনিয়ম প্রশাসনের চোখে পড়ে না: নাসীরুদ্দীন

১২ ফেব্রুয়ারি হবে চাঁদাবাজ-দখলবাজদের শেষ দিন: নাহিদ

২৩৮ আসনে প্রচার প্রার্থী ঘোষণা এনসিপির

কার্ডের নামে মিথ্যা প্রতিশ্রুতি, ভোট কেনার কৌশল: নাহিদ