হোম > রাজনীতি > এনসিপি

নির্বাচনি প্রচারে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই: নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম

নির্বাচনি প্রচারে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সবার জন্য সমান সুযোগ নেই বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম। তিনি বলেছেন, যখন একজন প্রার্থীকে আক্রমণ করা হয়, হেনস্তা করা হয় বা তার সমর্থক-কর্মীদেরকে বাধা দেওয়া হয়...প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নেয় না। তখন এটাকে লেভেল প্লেয়িং ফিল্ড বলতে পারি না।

বুধবার বিকালে রাজধানীর বাড্ডা এলাকায় নির্বাচনি প্রচার শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম। এদিন গণসংযোগকালে শাপলা কলি প্রতীকে নিজের জন্য ভোট এবং গণভোটে ‘হ্যাঁ’তে সিল মারার আহ্বান জানান তিনি।

মঙ্গলবারের পর থেকে নির্বাচনের পরিবেশে বিঘ্ন ঘটছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সারা দেশে ১১ দলীয় ঐক্যজোটের নারী কর্মীদের হেনস্তা ও আক্রমণ করা হচ্ছে। বিশেষ করে এনসিপির দুই প্রার্থী ঢাকা-১৮ ও ঢাকা-৮ আসনের প্রার্থীকে হেনস্তা করা হয়েছে, আক্রমণ করা হয়েছে।

বিএনপির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, একধরনের পেশিশক্তির মাধ্যমে আধিপত্য বিস্তার এবং সন্ত্রাসী কার্যক্রম তৈরির অপচেষ্টা চলছে। যে দলের পক্ষ থেকে এসব করা হচ্ছে, তারা সামনে গিয়ে তা আরো বাড়াবে। জনগণের ওপর তাদের ভরসা কম। ১১ দলের পক্ষে জনজোয়ার তৈরি হয়েছে। এই জনজোয়ারকে তারা ভয় পাচ্ছে, প্রতিদ্বন্দ্বীকেও ভয় পাচ্ছে। এ কারণে তারা সন্ত্রাসী কার্যক্রম ও বলপ্রয়োগের মাধ্যমে নির্বাচনে বাধা সৃষ্টির চেষ্টা করছে।

নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ জানিয়েও প্রতিকার মিলছে না— এমন অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, তারা বারবার বলেছেন, এই পরিস্থিতি চলতে থাকলে নির্বাচন একপক্ষীয় হয়ে পড়বে এবং জনগণের প্রকৃত রায় প্রতিফলিত হবে না। এখনই এসব বন্ধ না করা গেলে নির্বাচনের উপযুক্ত পরিবেশ আর থাকবে না।

নিজ এলাকার সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে পরিবর্তন হবে। সংস্কার হবে। দুর্নীতি এবং বৈষম্যমুক্ত একটা রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে পারব।

পাবনা-২ আসনে এনসিপির ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর মুহাম্মাদ আসাদুল্লাহ

অপরাধীদের র‍্যাংকিংয়ে মির্জা আব্বাস শীর্ষে থাকবেন

পেশিশক্তি দেখিয়ে কেন্দ্র দখলের চেষ্টা করলে পাল্টা প্রতিরোধ গড়ব

কেন্দ্র দখল প্রতিহত করতে হবে: আসিফ মাহমুদ

এগারোদলীয় জোট ক্ষমতায় গেলে হাদি হত্যাকারীদের গ্রেপ্তার করব

তারেক রহমানের সম্মতিতে পাটওয়ারীর ওপর হামলা হয়েছে: নাহিদ

মির্জা আব্বাসের বাহিনী হামলা করেছে, পুরো বাংলাদেশের কাছে বিচার দিলাম

এত দ্রুত হামলে পড়ার চর্চা শুরু করলেন আপনারা!

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ

কার্ড দেওয়ার লোভ দেখিয়ে ভোট কেনার চেষ্টা করা হচ্ছে: আসিফ মাহমুদ