ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংস্কার প্রশ্নে গণভোট সামনে রেখে মাদুর পেতে ‘থিম সং’ লঞ্চ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার বিকেল ৫টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাতের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এদিকে শাপলা কলি প্রতীকের পক্ষে ভোট চাইতে ১২ দিনব্যাপী নির্বাচনি পদযাত্রা ঘোষণা করেছে এনসিপি। পাশাপাশি ১০ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী ও গণভোটে হ্যাঁ-এর পক্ষে প্রচার চালাবেন দলটির নেতারা।
আগামীকাল রোববার চট্টগ্রাম থেকে এই পদযাত্রা শুরু হবে। আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ২৪ জেলায় ঘুরবেন তারা। ঢাকায় এসে কর্মসূচি শেষ হবে। এ জন্য ২৩৮টি আসনে দলীয় প্রতিনিধির নাম ঘোষণা করেছে এনসিপি।