১১ দলীয় নির্বাচনি ঐক্যের ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলামের গণসংযোগে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার সকাল ৯টার দিকে খিলক্ষেত ডুমনি নূরপাড়া মাদ্রাসায় এই হামলা হয়। এতে গণসংযোগে থাকা ১২ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
তাৎক্ষণিকভাবে ফেসবুক লাইভে এসে ঢাকা-১৮ আসনের প্রার্থী আরিফুল ইসলাম বলেন, ‘সকালে গণসংযোগকালে ডুমনি বিএনপির স্থানীয় সন্ত্রাসী দিদার মোল্লার নেতৃত্বে আমাদের ওপর হামলা হয়েছে। আমার সহযোদ্ধারা আমাকে উদ্ধার করে ডুমনি বাজারে নিয়ে এসেছেন। এখানে একটি প্রতিবাদ মিছিল করা হবে।’ এ সময় তিনি হামলায় আহত সহযোদ্ধাদের আঘাতের চিহ্ন দেখান।
তিনি বলেন, ‘আমি একজন প্রার্থী হওয়া সত্ত্বেও যদি এ ধরনের হামলা হয়, তাহলে বাকিদের নিরাপত্তা কোথায়? আমরা মৃত্যুবরণ করব, তবু ময়দান ছেড়ে যাব না।’ এ সময় হামলাকারীদের বিচার দাবিতে মিছিল ও স্লোগান দেন তারা।
এদিকে ঢাকা-১৮ আসনের নির্বাচনি প্রচার বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৯টায় খিলক্ষেত ডুমনি নূরপাড়া আলিম মাদ্রাসায় নির্বাচনি প্রোগ্রাম করছিলেন আরিফুল ইসলাম। সেখানে দলবল নিয়ে অতর্কিত হামলা করেন ৪৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার মোল্লা। বিএনপির সন্ত্রাসীদের হামলায় নূরপাড়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল বরকতউল্লাহ ও তার বড় ভাই হেদায়েতুল্লাহসহ ১২ জন গুরুতর আহত হন।
আহতরা হলেন— বরকতুল্লাহ, হেদায়েতুল্লাহ, আলমগীর হোসেন, রিয়াজুল হোসেন, মাসুম আলম, আজিম হোসেন ইউনুস মিয়া, শাব্বির, বাবলু প্রমুখ।