হোম > রাজনীতি > এনসিপি

ঢাকা-৮ আসনে চাঁদাবাজি নির্মূলই নাসীরুদ্দীনের প্রথম এজেন্ডা

স্টাফ রিপোর্টার

জাতীয় প্রেস ক্লাবের সামনে নির্বাচনি প্রচারে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: আমার দেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ঢাকা-৮ আসনের আনাচে-কানাচে সক্রিয় মাফিয়া চাঁদাবাজ চক্রকে নির্মূল করাই দলটির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রথম এজেন্ডা। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে নির্বাচনি প্রচারযাত্রায় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ড এই ঢাকা-৮ আসনেই সংঘটিত হয়েছে। তিনি কোনো দল বা কর্মী ছাড়াই আজাদি, ইনসাফ ও গণতন্ত্রের পক্ষে সাহসিকতার সঙ্গে স্বতন্ত্রভাবে লড়াই করেছিলেন।

তিনি বলেন, এছাড়া শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা নাসীরুদ্দীন পাটওয়ারীর অন্যতম প্রধান এজেন্ডা। এসব এজেন্ডা নিয়েই এনসিপি এবারের নির্বাচনে অংশগ্রহণ করছে।

এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশে ১৬ বছর পর একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিগত ১৬ বছর ধরে দেশের মানুষের ভোটাধিকার ছিল না। প্রায় এক হাজার শহীদের আত্মত্যাগের বিনিময়ে মানুষ আবার তাদের ভোটাধিকার ফিরে পাচ্ছে। এই ভোটাধিকারের মাধ্যমে এবার সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

এনসিপির আহ্বায়ক বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে একটি ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১০ দলীয় নির্বাচনি ঐক্যের সঙ্গে সারা বাংলাদেশে অংশগ্রহণ করছে। সারা দেশে এনসিপির ৩০ জন প্রার্থীকে ‘শাপলা কলি’ প্রতীকে ভোট দিয়ে এনসিপি ও ১০ দলীয় ঐক্যজোটের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান তিনি।

এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নির্বাচনি মাঠে থাকা রাজনৈতিক দলগুলোকে আহবান জানাব—শহীদদের দিকে তাকিয়ে হলেও আপনারা গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে কাজ করুন।

তিনি আরো বলেন, বাংলাদেশে বিচারহীনতার যে সংস্কৃতি রয়েছে, এই সংস্কৃতি থেকে বের হয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গঠন করতে চাই; যে বাংলাদেশে সবাই নিরাপদ থাকবে। ব্যবসায়ীরা চাঁদাবাজি থেকে নিরাপদ থাকবে। আমরা দুর্নীতি থেকে মুক্তি চাই। দলীয় টেন্ডারবাজির দুর্বৃত্তায়নের চক্র আমরা ভেঙে দিতে চাই। যারা দেশ থেকে টাকা লুটপাট করেছে, আমরা তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চাই।

নতুন কোনো লুটেরাদের ক্ষমতায় যেতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম

মানুষ ফ্যামিলি কার্ড-ফ্ল্যাট চায় না, নিরাপদ জীবন চায়

জুলাই শহীদদের কবর জিয়ারত করে আব্দুল মান্নানের নির্বাচনি প্রচার শুরু

তিন নেতা ও হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নির্বাচনি প্রচার শুরু

নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে ১০ দলীয় জোট: নাহিদ ইসলাম

ইসি একটি দলকে বিশেষভাবে সুবিধা দিচ্ছে: নাহিদ ইসলাম

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারী হলেন তারিকুল ইসলাম

আপনাদের সহযোগিতার সন্ধানে আছি: আখতার হোসেন

হাইকোর্টে গিয়েও প্রার্থিতা ফিরে পেলেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী

সরাসরি আইন লঙ্ঘনের পরও তারেক রহমানকে শোকজ করেনি ইসি