হোম > ধর্ম ও ইসলাম

গুজব-অপপ্রচার কবিরা গুনাহ

সৈয়দ আল জাবের

গুজব সমাজের একটি সংক্রামক ব্যাধি। বিশেষত, জাতীয় নির্বাচনের আগে গুজব এক আশ্চর্য সামাজিক রাজনৈতিক আজাবে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে এটি ব্যাপক বিস্তার লাভ করেছে। নিজের পছন্দের দল, মার্কা ও ব্যক্তির অন্ধ ভক্তি দেখাতে গিয়ে মিথ্যা সাফাই এবং প্রতিপক্ষের নামে মিথ্যা প্রচারে লিপ্ত হচ্ছেন অনেকেই। ফলে মানুষের প্রাণহানি, সম্মানহানিসহ বহুবিধ সামাজিক, রাজনৈতিক ফ্যাসাদ-বিপর্যয় আমরা দেখতে পাচ্ছি।

গুজব হলো অসমর্থিত, অযাচাইকৃত, পরিকল্পিত এমন মিথ্যা প্রচার, যার কারণে মানুষ বিভ্রান্ত হয়, সঠিক তথ্য পাওয়ার ক্ষেত্র বাধাগ্রস্ত হয়। গুজব, বিশেষ করে সামাজিক ও রাজনৈতিক সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সুসম্পর্ক বিনষ্ট করে। অস্থিরতা সৃষ্টি করে।

ইসলাম গুজব রটানো-ছড়ানোকে কবিরা গুনাহ হিসেবে আখ্যায়িত করেছে। গুজব বা রিউমার শব্দের আরবি হলো ইশায়াত ও আরাজিফ। এটি মারাত্মক মিথ্যারই একটি রূপ বা প্রকরণ। ইসলামে কিজব বা মিথ্যা এবং তোহমত-বুহতান তথা অপবাদ হারাম। গুজব মিথ্যা, অনুমান-ধারণা নির্ভর কথা বা ঘটনা, যার কোনো বাস্তব ভিত্তি নেই। তাই গুজবে কান দেওয়া যাবে না। গুজবে বিশ্বাস করা যাবে না। কোনো তথ্য, কথা, ঘটনা যাচাই-বাছাই ছাড়া ছড়ানো যাবে না, মানুষের কাছে পৌঁছানো যাবে না।

এ বিষয়ে কোরআন ও হাদিসে সতর্কতা এবং নির্দেশনামূলক অনেক কথা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সুরা হুজরাতের ৬ নম্বর আয়াতে বলেছেন, ‘হে মুমিনরা! যদি তোমাদের কাছে কোনো ফাসিক ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে, তখন তোমরা তা যাচাই-বাছাই করো (তথ্যানুসন্ধান ও সঠিক সূত্র সন্ধান করো), না হলে তোমরা (এ অসত্য তথ্যের ভিত্তিতে) অজ্ঞতাবশত কারো প্রতি আক্রমণ করে বসবে (যা যথাযথ নয়), ফলে তোমরা পরে তোমাদের স্বীয় কর্মের জন্য লজ্জিত হবে।’

রাসুল (সা.) বলেন, ‘তোমরা ধারণা থেকে বেঁচে থাকো। কেননা ধারণা হলো সবচেয়ে বড় মিথ্যা সংবাদ।’ (বুখারি : ৬০৬৪) নবী করিম (সা.) আরো বলেছেন, ‘কোনো লোকের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শুনে (সত্যতা যাচাই না করে) তা-ই বলে বেড়ায়।’ (মুসলিম : ৫)

আল্লাহতায়ালা বলেন, ‘হে বিশ্বাসীরা! তোমরা অধিকাংশ অনুমান করা থেকে বিরত থাকো। কারণ, অনুমান অনেক ক্ষেত্রেই পাপ।’ (সুরা হুজুরাত : ১২) ‘যে বিষয়ে তোমার সঠিক জ্ঞান নেই, তা অনুসরণ করো না; নিশ্চয় কান, চোখ, অন্তর-এসবের প্রতিটি সম্পর্কে কৈফিয়ত তলব বা জিজ্ঞাসা করা হবে।’ (সুরা বনি ইসরাইল : ৩৬)

আমরা আয়াত ও হাদিসগুলো থেকে বুঝতে পারলাম যে, সঠিক তথ্য-উপাত্তবিহীন ধারণা এবং ভুল ব্যাখ্যা-বিশ্লেষণ গুজব সৃষ্টি করে ও ভুল সিদ্ধান্ত নিতে প্রভাবিত করে। তাই মুসলিম হিসেবে আমাদের সবাইকে গুজব সম্পর্কে সজাগ সতর্ক থাকতে হবে। নিজে গুজব ছড়াব না, গুজবে কান দেব না, গুজবে প্রভাবিত হব না। বরং গুজবের প্রতিবাদ করব। ভালো মুমিন-মুসলিমের পরিচয় দিতে গিয়ে নবী (সা.) বলেছেন, ‘যার জিহ্বা ও হাত থেকে মুসলিমরা নিরাপদ থাকে, সে ব্যক্তিই প্রকৃত মুসলিম। আর যাকে মানুষ তাদের জান ও মালের জন্য নিরাপদ মনে করে, সে-ই প্রকৃত মুমিন।’ (তিরমিজি: ২৬২৭)

শবেবরাতে করণীয় ও বর্জনীয়

শবেবরাতে আত্মশুদ্ধির বার্তা

ইসলামে আদর্শ নেতার বৈশিষ্ট্য

সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান আজহারির

হজযাত্রীদের বাড়িভাড়া নিয়ে কঠোর বার্তা সরকারের

ঢাবি কেন্দ্রীয় মসজিদের উন্নয়নে সহায়তার আশ্বাস ধর্ম উপদেষ্টার

ইসলামে ভোট ও ভোটারের দায়িত্ব

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি হোক সম্মানজনক

মজুতদারি ও কৃত্রিম সংকট তৈরি ভয়াবহ গুনাহ

রমজান প্রস্তুতির মাস পবিত্র শাবান