হোম > ধর্ম ও ইসলাম

বাংলাদেশে আসছেন জাকির নায়েক

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

বিশিষ্ট ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড. জাকির নায়েক প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন। আগামী নভেম্বরে ‘মেগা লেকচার ইভেন্ট’-এ অংশ নেবেন। আগামী ২৮ অথবা ২৯ নভেম্বর ঢাকায় যে কোনো একদিন ইভেন্টে তিনি অংশ নেবেন।

আয়োজক সংস্থা স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের প্রোপাইটার আলী রাজ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আগামী সোমবার (২০ অক্টোবর) এক কনফারেন্সের মাধ্যমে এ আয়োজনের বিস্তারিত সময়সূচি এবং স্থান ঘোষণা করা হবে।’

ডা. জাকির নায়েক প্রথম প্রোগ্রামটি কবে অনুষ্ঠিত হতে পারে, সে বিষয়ে আলী রাজ আরও বলেন, ‘প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ২৮ অথবা ২৯ নভেম্বর ঢাকায় ডা. জাকির নায়েকের প্রথম প্রোগ্রামটি হবে। তবে কেবল ঢাকাতেই নয়, ঢাকার বাইরেও এই প্রোগ্রাম করার পরিকল্পনা রয়েছে আমাদের।’

তিনি বলেন, জাকির নায়েক এ আগমন কোনো বাণিজ্যিক উদ্দেশে নয়, বরং এটি সম্পূর্ণ চ্যারিটি প্রোগ্রাম হিসেবে পরিচালিত হবে।

খাদিজার (রা.) যে ৪ গুণ নারীদের জন্য অনুসরণীয়

দ্বীনের আলোকে চলতে অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন মৌ

রোগী দেখার ফজিলত ও আদব

প্রাণীর প্রতি মমতায় মহানবী

শীতে ছড়িয়ে দিন মানবিক উষ্ণতা

ভারতে আজহারীর নামে ভুয়া প্রচারণা চালিয়ে নেয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা

আজানের পর কতটুকু বিলম্বে মাগরিব পড়া যায়

টঙ্গীতে জোড় ইজতেমার আখেরি মোনাজাত কাল

বিপদে আল্লাহর ওপর ভরসা রাখার গুরুত্ব

অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করবেন কীভাবে