হোম > খেলা

বোলারদের দাপটের দিনে জয়ের সুবাস পাচ্ছে ভারত

কলকাতা টেস্ট

স্পোর্টস ডেস্ক

কলকাতা টেস্টে চলছে বোলারদের দাপট। প্রথম দিন প্রতাপ দেখান জাসপ্রিত বুমরাহ। ফাইফার তুলে নিয়ে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে গুটিয়ে দিয়েছিলেন অল্পতেই (১৫৯)। আজ দ্বিতীয় দিনে এসে বল হাতে আধিপত্য বিস্তার করেন দক্ষিণ আফ্রিকান স্পিনার সাইমন হার্মার আর ফাস্ট বোলার মার্কো জানসেন।

দিনের শেষদিকে ঘূর্ণি জাদুতে মুগ্ধতা ছড়িয়েছেন রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদব। দুজনের স্পিন ভেলকিতে জয়ের সুবাস পাচ্ছে ভারত। কেননা, ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে দ্বিতীয় ইনিংসে ৯৩ রান তুলতেই ৭ উইকেট খুইয়ে ফেলে প্রোটিয়ারা। ১৫ উইকেটের দিনে আফ্রিকার দলটির লিডই দাঁড়িয়েছে মাত্র ৬৩ রানের।

ইডেন গার্ডেনের টাফ উইকেটে দক্ষিণ আফ্রিকার উইকেট পতনের শুরু দলীয় ১৮ রানে। ওপেনার রায়ান রিকেলটনকে ফেরান কুলদীপ যাদব। তারপর অতিথিদের ব্যাটিং লাইনআপে আঘাত হানেন রবীন্দ্র জাদেজা। দুজনের স্পিন বিষে নীল হয় প্রোটিয়াদের পুরো ব্যাটিং অর্ডার। তাসের ঘরের মতো ভেঙে পড়েন সফরকারী ব্যাটসম্যানরা।

ব্যক্তিগত সর্বোচ্চ ২৯ রানে অপরাজিত থাকেন অধিনায়ক টেম্বা বাভুমা। ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলের মাঝে দুই অঙ্কের ইনিংস এসেছে আর মাত্র তিনটিÑমার্কো জানসেন ১৩, উইয়ান মুল্ডার ১১ এবং রিকেলটন ১১। বাকিরা ফেরেন সিঙ্গেল ডিজিটে। জাদেজা ২৯ রান দিয়ে নেন ৪ উইকেট আর দুটি উইকেট গেছে কুলদীপের পকেটে।

দক্ষিণ আফ্রিকার পেস-স্পিনের সম্মিলিত আক্রমণের সামনে ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি স্বাগতিকরাও। ভারতীয়দের প্রথম ইনিংস থামে ১৮৯ রানে। ৪০ রানের স্কোরও কেউ স্পর্শ করতে পারেনি। ব্যক্তিগত সর্বোচ্চ ৩৯ রান আসে ওপেনার লোকেশ রাহুলের ব্যাট থেকে আর ২৯ রান করেন ওয়ানডাউনে নামা ওয়াশিংটন সুন্দর।

রিশভ পন্ত আর রবীন্দ্র জাদেজা দলীয় স্কোরে যোগ করেন সমান ২৭ রান করে। ভারতের হয়ে টেস্টে রেকর্ড ৯২ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন পন্ত। ঘাড়ে বলের আঘাত পাওয়ায় ৪ রান নিয়ে রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফেরেন শুভমান গিল। প্রোটিয়াদের হয়ে ৪ উইকেট নেন সাইমন হার্মার। মার্কো জানসেন উইকেট পান ৩টি।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা : ১৫৯ ও ৯৩/৭, ৩৫ ওভার (বাভুমা ২৯*, ইয়ানসেন ১৩, রিকেলটন ১১, মুল্ডার ১১; জাদেজা ৪/২৯ ও কুলদীপ ২/১২)।

ভারত প্রথম ইনিংস : ১৮৯/৯, ৬২.২ ওভার (রাহুল ৩৯, সুন্দর ২৯, পন্ত ২৭, জাদেজা ২৭; হার্মার ৪/৩০ ও জানসেন ৩/৩৫)।

*দ্বিতীয় দিন শেষে

সানজামুলের সেঞ্চুরির দিনে রবিউলের ৫ উইকেট

ট্রেডিং উইন্ডোতে অদলবদল জাদেজা-স্যামসন

নারীদের ইমার্জিং নেশনস কাপ চালু করছে আইসিসি

ইতিহাসের দ্বারপ্রান্তে ছোট দেশ কুরাসাও

কামিন্সের পর ছিটকে গেলেন হ্যাজলউড

সোহান-আকবর ঝড়ে উড়ে গেল হংকং

ঝড়ো সেঞ্চুরিতে সোহানের কীর্তি

বিশ্বকাপের টিকিট পেল ক্রোয়েশিয়া, দ্বারপ্রান্তে নেদারল্যান্ডস

টানা চার জয়ে বিশ্বকাপের আরও কাছে জার্মানি

রুদ্ধশ্বাস টাইব্রেকার জিতে শেষ ষোলোতে ব্রাজিল