প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটির শুরু হয়েছিল বাজে। তবে সময়ের সঙ্গে চেনা ফর্মে ফিরেছে সিটিজেনরা। এবার আরালিং হালান্ডের জোড়া গোলে ওয়েস্ট হ্যামকে ৩-০ গোলে উড়িয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল পেপ গার্দিওলার দল।
ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যানসিটির হয়ে দুটি গোল করেন হালান্ড। তার প্রথম গোলটি আসে পঞ্চম মিনিটে, দ্বিতীয়টি ৬৯ মিনিটে। সিটির হয়ে অপর গোলটি করেন নেদারল্যান্ডসের অ্যাটাকিং মিডফিল্ডার রেইন্ডার্স।
ঘরের মাঠে আধিপত্য ধরে রেখেই খেলেছে সিটি। ৬৬ শতাংশ বল দখলে ছিল স্বাগতিকদের। তারা মোট ১৭টি শট নেয়, যার মধ্যে ৮টি ছিল লক্ষ্যে। এর মধ্যে সাতটি ছিল বড় সুযোগ, আরও তিনটি তারা মিস করে।
এই ম্যাচে দারুণ সব কীর্তি গড়েছেন হালান্ড। ম্যাচের মাত্র পাঁচ মিনিটে গোল করে পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোকে ছুঁয়ে ফেলেন হালান্ড। প্রিমিয়ার লিগে হালান্ডের গোল সংখ্যা এখন ১০৪। রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুই দফায় করেন ১০৩ গোল। অবাক করা ব্যাপার হলো, রোনালদোর থেকে ১২২ ম্যাচ কম খেলেই তাকে ছাড়িয়ে গেলেন হালান্ড। এই মৌসুমে হালান্ডের গোল হলো ১৯টি।
এদিকে, দু’টি গোলের সঙ্গে একটি অ্যাসিস্ট করে গোলে-সহায়তায় ডাবল সেঞ্চুরিও করেন হালান্ড। তিজানি রেইন্ডার্সের গোলে সহায়তা করে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে মোট ২০০ গোলে অবদান রাখলেন হালান্ড, ১৬৬ গোলের সঙ্গে ৩৫টি অ্যাসিস্ট।
এই জয়ে ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটি। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আর্সেনাল। মিকেল আরতেতার দল অবশ্য একটি ম্যাচ কম খেলেছে। ডাদের সামনে সুযোগ আছে সিটিকে ছাড়িয়ে যাওয়ার। এদিকে ওয়েস্ট হ্যাৃ আসরজুড়েই ছন্দহীন। এখন পর্যন্ত ১৭টি ম্যাচ খেলে ১০টিতেই হেরেছে নুনো এসপিরিতো সান্তোর দল।