হোম > খেলা

আজ শুরু নারী ডিপিএল

স্পোর্টস রিপোর্টার, হবিগঞ্জ থেকে

চ্যাম্পিয়নস ট্রফির ডামাডোলে আজ থেকে শুরু হচ্ছে নারীদের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। ৯ দল নিয়ে তিন ভেন্যুতে হবে এই টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডানের মুখোমুখি হবে শেলটেক ক্রিকেট একাডেমি। দিনের অন্য দুই ম্যাচে মুখোমুখি বিকেএসপির এক নম্বর মাঠে আবাহনীর মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব এবং ইউল্যাব গ্রাউন্ডে খেলাঘরের প্রতিপক্ষ গুলশান ইয়ুথ ক্লাব। প্রথম দিনের খেলা মাঠে গড়ানোর আগে আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি একাডেমিতে হয়েছে টুর্নামেন্টের ফটোসেশন ও ট্রফি উন্মোচন। গতকাল ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী ৯ দলের অধিনায়করা।

সাধারণত ছেলেদের ডিপিএল শেষে প্রতি বছর নারী ডিপিএল আয়োজন করা হয়। মে-জুনে বৃষ্টির বাধার কথা মাথায় রেখে এবার থেকে নারী ডিপিএল এগিয়ে আনা হয়েছে। শুরু করা হচ্ছে ছেলেদের ডিপিএলের আগে। শিরোপা লড়াইয়ে মাঠে নামার আগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডানের অধিনায়ক সালমা খাতুন বলেন, ‘আমাদের ভালো দল হয়েছে। অবশ্যই শেষবারের চ্যাম্পিয়নের ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করব। দলের প্রতি আমার বিশ্বাস আছে।’ রূপালী ব্যাংকের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘দল হিসেবে আমাদের দলটি অনেক ব্যালেন্সড। জাতীয় দলের তিনজনের মতো ক্রিকেটার আছে এখানে। মাঠে ভালো ক্রিকেট খেলতে পারলে ভালো কিছু হবে।’

৮ গোলের থ্রিলারে ম্যানইউয়ের হোঁচট

রানাতুঙ্গার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিজয় দিবসে মুশফিকুর-শরিফুলদের শুভেচ্ছা

৯ কোটি ২০ লাখে কলকাতা নাইট রাইডার্সে মোস্তাফিজ

মেসি-কাণ্ডে অব্যাহতি চাইলেন কলকাতার ক্রীড়ামন্ত্রী

নারীদের বর্ষসেরা সাবালেঙ্কা

অবৈধ বোর্ড, পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবি সংগঠকদের

সিরিজ ফয়সালার লড়াইয়ে নামছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

যুব বিশ্বকাপের খেলা দেখবেন টিভিতে

১০ ম্যাচের মধ্যে হলো মোটে তিন ম্যাচ!