আফ্রিকান কাপ অব নেশনস
আফ্রিকান কাপ অব নেশনস সবগুলো বড় দলই জয়ের ধারায় ছুটছে। মরক্কো, মিসরের পর এবার জয় পেল সেনেগাল, নাইজেরিয়া, তিউনিসিয়া ও ডিআর কঙ্গো। সেনেগাল ৩-০ গোলে হারিয়েছে বতসওয়ানাকে। নাইজেরিয়া ২-১ গোলে জিতেছে তানজানিয়ার বিপক্ষে। তিউনিসিয়া ৩-১ গোলে হারিয়েছে উগান্ডাকে। কঙ্গো ১-০ গোলে পরাজিত করেছে বেনিনকে।
সেনেগালের হয়ে দুটি গোল করেছেন নিকোলাস জ্যাকসন, অন্য গোলটি এসেচগে শেরিফ নিয়ায়ের পা থেকে। ম্যাচের পুরোটা সময় দাপট দেখিয়ে খেলেছে সাদিও মানের সেনেগাল। তাতে প্রথমার্ধের ৪০ মিনিতে জ্যাকসনের গোলে এগিয়ে যায় তারা। এরপর দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জ্যাকসন। ৯০ মিনিটে স্কোরারের খাতায় নাম তোলেন নিয়ায়ে।
নাইজেরিয়া ও তানজানিয়ার লড়াই হয়েছে জমজমাট। তাতে ৩৬ মিনিটে সেমি আরায়ির গোলে নাইজেরিয়া এগিয়ে গেলে ৫০ মিনিটে সমতা ফেরান তানজানিয়ার চার্লিস মোম্ভুয়া। এর ২ মিনিট পর নাইজেরিয়ার হয়ে জয়সূচক গোলটি করেন আদেমোলা লোকমান। তিউনিসিয়াও জিতেছে দাপটের সঙ্গে। তাদের প্রথমার্ধে দুটি গোল করেন এলিয়েস শাকিরি ও ইলিয়াস আচৌরি। এরপর দ্বিতীয়ার্ধে আরো একটি গোল করেন আচৌরি। শেষ দিকে এক গোল শোধ করেন উগান্ডার ডেনিস ওমেডি। কঙ্গো জিতেছে থিও বোঙ্গোন্ডার একমাত্র গোলে।
জয় তুলে নিয়ে সেনেগাল অবস্থান করেছে ‘ডি’ গ্রুপের শীর্ষে। সমান ৯ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে আছে কঙ্গো। তিউনিসিয়া ও আছে পয়েন্ট তালিকার শীর্ষে। তাদের সমান ৯ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে অবস্থান করেছেন নাইজেরিয়া।