আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনটা সেভাবে রাঙাতে পারেননি কুইন্টন ডি কক। তবে অপেক্ষাটা দীর্ঘায়িত হলো না। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেই চেনা ফর্মে ফিরলেন অভিজ্ঞ প্রোটিয়া ওপেনার। তার দুর্দান্ত সেঞ্চুরিতে ৮ উইকেটের বড় জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরেছে প্রোটিয়ারা। তাতে সিরিজের ফয়সালা গড়িয়েছে শেষ ম্যাচে।
ফয়সালাবাদে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুর বিপর্যয় কাটিয়ে সাইম আইয়ুবের ৫৩, সালমান আলীর আঘার ৬৯ ও মোহাম্মদ নাওয়াজের ৫৯ রানে ভর করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৯ রান তোলে পাকিস্তান। জবাবে লুয়ান ডি প্রিটোরিয়াস ৪৬ ও টনি জর্জি ৭৬ রান করে আউট হলেও ৫৯ বল হাতে রেখেই দলকে জয়ের বন্দরে নোঙ্গর করে মাঠ ছাড়েন ডি কক (১২৩*)।
রান তাড়ায় নেমে উদ্বোধনী জুটিতেই ৮১ রান তোলেন প্রিটোরিয়াস ও ডি কক। এরপর প্রিটোরিয়াস ৪০ বলে ৪৬ করে বিদায় নিলে জর্জিকে (৬৩ বলে ৭৬) নিয়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান ডি কক। এরপর জর্জি আউট হলেও বাকি পথটা ম্যাথু ব্রিজকের (২১*) সঙ্গে পাড়ি দেন তিনি। ১১৯ বলে ৭ ছক্কা ও ৮ চারে ১২৩ রানে অপরাজিত থাকেন ডি কক।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান : ৫০ ওভারে ২৬৯/৯ (সালমান ৬৯, নাওয়াজ ৫৯, সাইম ৫৩; বার্গার ৪/৪৬, পিটার ৩/৫৫, বোশ ২/৫৮)
দক্ষিণ আফ্রিকা : ৪০.১ ওভারে ২৭০/২ (ডি কক ১২৩*, জর্জি ৭৬, প্রিটোরিয়াস ৪৬; ফাহিম ১/৪০, ওয়াসিম ১/৪৮)
ফল : দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে জয়ী