হোম > খেলা

যে কারণে ভারতের কোচ হতে পারলেন না জাভি

স্পোর্টস ডেস্ক

ভারত ফুটবল দলের কোচ হতে আবেদন করেছিলেন জাভি হার্নান্দেজ। কিন্তু তার আবেদন খারিজ করে দিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। মূলত মোটা অঙ্কের পারিশ্রমিক দিতে অপারগ হওয়ায় স্প্যানিশ কিংবদন্তি ফুটবলারের আবেদন বাতিল করেছে সংস্থাটি।

মানোলে মার্কুয়েজের বিদায়ের পর থেকেই ভারতীয় দলের প্রধান কোচের পদটা ফাঁকা পড়ে আছে। ইতোমধ্যে শূন্যস্থান পূরণের জন্য প্রক্রিয়া শুরু করে দিয়েছে এআইএফএফ। ভারতের প্রথম সারির প্রচারমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কোচ হওয়ার জন্য অনেকেই আবেদন করেছেন। এই তালিকায় আছে জাভির নাম। গণমাধ্যমটি আরো জানিয়েছে, ভারতের কোচ হওয়ার জন্য বার্সেলোনার সাবেক তারকা ফুটবলার নিজের মেইল আইডি থেকে আবেদন করেছেন।

ভারতীয় ফুটবল দলের পরিচালক সুব্রত পালের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ‘আবেদনের তালিকায় জাভির নাম ছিল। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে মেইলের মাধ্যমে সে আবেদন পাঠানো হয়েছে।’

কাতারের ক্লাব আল সাদ ছেড়ে ২০২১ সালে বার্সেলোনার কোচ হন জাভি। তার অধীনে একটি করে স্প্যানিশ সুপার কাপ ও লা লিগা জেতে কাতালানরা। এমন একজন কোচকে দলে টানতে চাইলে যে মোটা অঙ্কের অর্থ গুনতে হবে সেটা ভালোভাবেই জানা ছিল এআইএফএফের কর্মকর্তারা।

স্পেনের হয়ে দুটি ইউরো ও একটি বিশ্বকাপ জেতা জাভির আবেদন বাতিল হওয়া নিয়ে এআইএফএফের টেকনিক্যাল কমিটির এক সদস্য টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘জাভি না হয় ভারতীয় দলের কোচ হতে আগ্রহী। আমরাও না হয় তাকে রাজি করালাম। কিন্তু এই পদের জন্য তাকে আনতে আমাদের বিশাল অর্থ খরচ করতে হবে।’

৯ কোটি ২০ লাখে কলকাতা নাইট রাইডার্সে মোস্তাফিজ

মেসি-কাণ্ডে অব্যাহতি চাইলেন কলকাতার ক্রীড়ামন্ত্রী

নারীদের বর্ষসেরা সাবালেঙ্কা

অবৈধ বোর্ড, পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবি সংগঠকদের

সিরিজ ফয়সালার লড়াইয়ে নামছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

যুব বিশ্বকাপের খেলা দেখবেন টিভিতে

১০ ম্যাচের মধ্যে হলো মোটে তিন ম্যাচ!

দুই বিমারে শেষ শাহিনের ওভার!

মেক্সিকো-দক্ষিণ কোরিয়ার ও দক্ষিণ আফ্রিকার লড়াই

পেছাল কিংস-মোহামেডান ম্যাচ