হোম > খেলা

শুটার রবিউলকে ভারতে খেলার অনুমতি দিল সরকার

স্পোর্টস রিপোর্টার

নিরাপত্তার ঝুঁকি থাকায় বাংলাদেশ ক্রিকেট দলকে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অনুমতি দেয়নি সরকার। ফলে আনুষ্ঠানিক দল ঘোষণার পরও শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। ক্রিকেট দল যেতে না পারলেও শুটিং দলকে ভারতের মাটিতে খেলার অনুমতি দিল বাংলাদেশ সরকার।

আগামী ২ থেকে ১৪ ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে হবে শুটিংয়ের এশিয়ান চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় খেলার জন্য সরকারের আদেশের (জিও) অপেক্ষায় ছিল দুই সদস্যের শুটিং দল।

আজ বুধবার তাদের ভারতে খেলার আদেশ দিয়েছে সরকার। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ আমিনুল এহসান আমার দেশকে বলেন, ‘দুজনের জিও আজ (গতকাল বুধবার) দিয়েছে সরকার। একজন খেলোয়াড় ও আরেকজন হলেন কোচ। তারা ভারতে গিয়ে খেলতে পারবেন, তাতে কোনো বাধা নেই।’

শুটিং প্রতিযোগিতাটি ইনডোর ও সংরক্ষিত এলাকায় হবে বলে বড় কোনো নিরাপত্তা ঝুঁকি থাকবে না বলেই সরকারের অনুমতি পেয়েছেন শুটার রবিউল ইসলাম ও কোচ শারমিন আক্তার।

আগামী ৬ ফেব্রুয়ারি ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে অংশ নেওয়ার কথা রবিউলের। ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের পর এটিই হতে যাচ্ছে তার প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা। টুর্নামেন্ট সামনে রেখে এসএ গেমসের ক্যাম্পে নিবিড় অনুশীলনে রয়েছেন রবিউল।

গত আসরগুলোতে বাংলাদেশ শুটিং ফেডারেশন (বিএসএসএফ) রাইফেল ও পিস্তল ইভেন্টে নারী-পুরুষ মিলিয়ে বড় দল পাঠালেও এবার দেখা গেছে ভিন্ন চিত্র। রবিউলের সঙ্গে শুধু কোচ শারমিন আক্তার যাচ্ছেন। আর কোনো শুটার পাঠাচ্ছে না ফেডারেশন। এটি ফেডারেশন কর্তাদের স্পষ্ট ব্যর্থতাই প্রমাণ করে। রবিউলরা ৩১ জানুয়ারি ভারতের বিমান ধরতে পারেন।

ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট ট্রায়াল ক্যাম্প সম্পন্ন

অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দলের সাফ মিশন

মার্করাম ঝড়ে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ

২০২৭ সালের মার্চে হবে এসএ গেমস

বাংলাদেশের পাঁচে পাঁচ, নিশ্চিত বিশ্বকাপ

ওসিএ’র নতুন সভাপতি শেখ জোয়াদ, এশিয়ার আরচ্যারির পাশে থাকার আশ্বাস

মাতাল অবস্থায় গ্রেপ্তার ভারতীয় ক্রিকেটার

জায়ান্টদের লক্ষ্য আজ শেষ ষোলো

শেষ চারে সাবালেঙ্কা-আলকারাজ

ব্রুক-রুটের সেঞ্চুরিতে সিরিজ ইংল্যান্ডের