হোম > খেলা

সিলেটের পারফর্মারদের ওপরই চোখ থাকছে

স্পোর্টস রিপোর্টার

সাম্প্রতিক সময়ে সিলেটে নিয়মিতই আন্তর্জাতিক ম্যাচ খেলছে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় শেষ দুই বছরে এখানে বাংলাদেশ খেলেছে তিন টেস্ট। এই তিন টেস্টের অবশ্য একটিতে জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ঐতিহাসিক জয় এসেছিল ২০২৩ সালের নভেম্বরে। এরপর এই মাঠে আরো দুই টেস্ট খেলেছে বাংলাদেশ। তবে কাঙ্ক্ষিত সেই জয়ের দেখা পায়নি। এবার সিলেটে আইরিশদের বিপক্ষে সেই ভুল শুধরে জয়ের আশায় মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। পয়মন্ত ভেন্যু খ্যাত সিলেটে এবার দ্বিতীয় জয়ের অপেক্ষায় বাংলাদেশ।

সিলেটে এখন পর্যন্ত চারটি টেস্ট খেলেছে বাংলাদেশ। জিতেছে একটি। হার তিনটিতে। ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫০ রানের বড় জয় পেয়েছিল। ওই ম্যাচে বল হাতে দারুণ পারফর্ম করেছিলেন তাইজুল ইসলাম। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাট হেসেছিল সেঞ্চুরির হাসিতে। সিলেটে এবারও আছেন তারা দুজনে।

এ মাঠে টেস্টে এখন পরযন্ত বাংলাদেশের হয়ে একমাত্র সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত। তার ওই সেঞ্চুরির ম্যাচে নিউজিল্যান্ডকে হারায় বাংলাদেশ। এই মাঠে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন মমিনুল হক। ৪ ম্যাচে তার রান ২৯২। নাজমুল হোসেন শান্ত ৪ ম্যাচে ২৭১ ও মেহেদি হাসান মিরাজ সমানসংখ্যক ম্যাচ করেছেন ১৫৪ রান। এই মাঠে সাদা পোশাকে বাংলাদেশের বড় সাফল্যের অভাব থাকলেও ব্যক্তিগত পারফরম্যান্সে এগিয়ে ছিলেন ক্রিকেটাররা। যার প্রমাণ ব্যাটিংয়ে তাদের এই পরিসংখ্যান।

বোলিংয়ে সিলেটে এগিয়ে তাইজুল ইসলাম। এই মাঠে ৪ টেস্ট খেলে ২৬ উইকেট শিকার করেছেন তিনি। দ্বিতীয় সেরা মেহেদি হাসান মিরাজের শিকার ১৯ উইকেট। ক্যারিয়ারে দুইবার ম্যাচে ১০ উইকেট শিকার করেছিলেন তাইজুল ইসলাম। দুবারই ম্যাচে ১০ উইকেট শিকারের কীর্তি এই সিলেটের মাঠে করেছেন তিনি।

এছাড়া এই মাঠে সবচেয়ে বেশি তিনবার ফাইফারও শিকার করেছেন তাইজুল ইসলাম। আরেক স্পিনার মেহেদি হাসান মিরাজ সিলেটে দু’বার ফাইফার নিয়েছেন। এই মাঠে একবার নিয়েছেন ম্যাচে ১০ উইকেট। এই মাঠে এখন পর্যন্ত দুই টেস্ট খেলা নাহিদ রানা শিকার করেছেন ৮ উইকেট। সিলেটের স্থানীয় পেসার খালেদ আহমেদ এই মাঠে দুই ম্যাচে শিকার করেছেন ৫ উইকেট। তাদের এমন পারফরম্যান্স বাংলাদেশকে দেখাচ্ছে আশা। এই মাঠের টপ পারফরমারদের উপস্থিতি বাংলাদেশকে দেবে বাড়তি উন্মাদনা। সেই অনুপ্রেরণায় এবার আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ফের জয় পাবে কি না সেটাই দেখার অপেক্ষা।

টিভির পর্দায় ম্যানসিটি-লিভারপুলের ম্যাচ

সৌদি আরবের চেয়ে স্পেনে গোল করা সহজ: রোনালদো

টটেনহ্যামের মাঠে ম্যানইউয়ের হোঁচট

বড় জয়ে সিরিজ পাকিস্তানের

জাহানারাকে যৌন হেনস্থায় তদন্ত কমিটি গঠন বিসিবির

একদিনেই ভারতের হ্যাটট্রিক হার

গ্যালারির বল পাবেন দর্শক, তবে...

৮৯৪ দিন পর ক্যাম্প ন্যুতে বার্সেলোনা

আন্তর্জাতিক ক্রিকেটে বাবা-ছেলের ইতিহাস

বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলেও সিরিজ জিতল ভারত