খেলেছেন ৫টি ওয়ানডে। পাঁচটিতেই উপহার দিয়েছেন পঞ্চাশোর্ধ্ব ইনিংস। ১৫০, ৮৩, ৫৭, ৮৮ রানের পর ৮৫ রানের ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ম্যাথু ব্রিটজকে গড়লেন বিশ্ব রেকর্ড। ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারের প্রথম পাঁচটি ওয়ানডে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেললেন।
ব্রিটজকে টপকে গেছেন ভারতের নভজ্যোৎ সিং সিধুকে। তার এই ইনিংসের সুবাদে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেট হারিয়ে ৩৩০ রানের পুঁজি গড়ে প্রোটিয়ারা।