হোম > খেলা

শততম টেস্টে মুশফিকের সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার

শততম টেস্টে সেঞ্চুরির দ্বারপ্রান্তে থেকে প্রথম দিনশেষে ড্রেসিংরুমে ফেরত যান মুশফিকুর রহিম। ফলে সকালে ছিল মুশফিকের সেঞ্চুরি পূর্ণ হওয়া অপেক্ষা। শেষ পর্যন্ত হয়েছেও তাই। দ্বিতীয় দিনের সকালে নিজের ক্যারিয়ারের ১৩তম টেস্ট সেঞ্চুরি করেছেন মুশফিক। এই সেঞ্চুরিতে শততম টেস্টে সেঞ্চুরি করা ১১তম ক্রিকেটার হলেন তিনি। এর আগে এই কীর্তি গড়েছিলেন জো রুট, ডেভিড ওয়ার্নার, গর্ডন গ্রিনিজ। এ তালিকায় আরও আছেন রিকি পন্টিং, ইনজামাম উল হক, গ্রায়েম স্মিথ ও হাশিম আমলার মতো ক্রিকেটাররা। এবার সেই তালিকায় উঠল মুশফিকের নাম।

গতকাল ১৮৭ বলে ৯৯ রান করে অপরাজিত থেকে ড্রেসিংরুমে ফেরেন। কোন ভুল শট না খেলে ইনিংস গড়ে তোলা মুশফিক গতকালই পেতে পারতেন সেঞ্চুরি। তবে শেষ বেলায় আয়ারল্যান্ডের বোলাররা বাড়তি সময় নষ্ট করায় সেই সুযোগটা হাতছাড়া হয়েছে। দ্বিতীয় দিনের শুরুতে সেই সুযোগ আর হাতছাড়া করেননি এই অভিজ্ঞ ব্যাটার। তুলে নেন সেঞ্চুরি।

প্রথম ওভারে সুযোগ থাকলেও বেশ দারুণভাবে সামলেছেন স্পিনার ম্যাথিউ হ্যামফ্রিজকে। পরের ওভারের তৃতীয় বলে প্রান্ত বদল সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিকুর রহিম। ১৯৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

দুই সেঞ্চুরিতে প্রথম সেশনে বাংলাদেশের রাজত্ব

মুশফিকের পর লিটনের সেঞ্চুরি

সেঞ্চুরিতে রঙিন মুশফিকের শততম টেস্ট

টিভিতে বাংলাদেশ-আয়ারল্যান্ড দ্বিতীয় টেস্টসহ আরও যত ম্যাচ

হেরেও গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

বর্ণিল আয়োজনে শততম টেস্টের উৎসব

বিশ্বকাপে স্পেন, বেলজিয়াম, সুইজারল্যান্ড ও অস্ট্রিয়া

যে কারণে বারবার ভুল করছেন মিতুল

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ নিশ্চিত নিউজিল্যান্ডের

সকালে অপেক্ষা নতুন রেকর্ডের