না ফেরার দেশে চলে গেছেন ঢাকা ক্যাপিটালসের বোলিং কোচ মাহবুব আলী জাকি। সদ্য প্রয়াত এই কোচের শোকে মুহ্যমান হয়ে আছে দেশের ক্রিকেটাঙ্গন। তাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও জনপ্রিয় কন্ঠশিল্পী আসিফ আকবর। এছাড়াও স্মৃতির পাতা উলটে দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমসহ অনেকে।
জাকির মৃত্যু সংবাদ পাওয়ার কিছুক্ষণ পর নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে আসিফ লেখেন, ‘ফোনটা অন করতেই বিসিবি চীফ বুলবুল ভাইয়ের ফোন- স্পেশালিস্ট পেস বোলিং কোচ মাহবুব আলী জাকি ভাই আর নেই। তিনি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন এবং ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)’
আসিফ আকররের ক্রিকেটীয় জীবনে জাকি ছিলেন তার সিনিয়র। সে কথা উল্লেখ করে জনপ্রিয় এই কণ্ঠশিল্পী আরও লেখেন, ‘জাকি ভাই আমাদের ইমিডিয়েট সিনিয়র ক্রিকেটার ছিলেন। আমরা একই মহল্লার অধিবাসী। তিনি ছিলেন একজন অন্তঃপ্রাণ ক্রিকেটার ছিলেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বিজয়ী দলের বোলিং কোচ ছিলেন। ঢাকায় বড় দলগুলোয় খেলেছেন। পরে নিজেকে থিতু করেছেন কোচিং ক্যারিয়ারে। আমাদের শেষ দেখা কক্সবাজার স্টেডিয়ামে।’
বিসিবির কোচ জাকির মৃত্যুতে শোক জানিয়ে আসিফ লেখেন, ‘ছোটবেলা থেকেই জাকি ভাইকে দেখি। উনার সাথে খেলার সুযোগ হয়েছে। খুব আদর করতেন। একজন নিপাট নিরঅহংকারী ভদ্রলোকের প্রস্থানে আমি এবং আমরা গভীরভাবে শোকাহত। কুমিল্লা কৃতি সন্তান এবং বাংলাদেশের সম্পদ জাকি ভাইয়ের পরিবারের প্রতি গভীর সমবেদনা রইলো। মহান আল্লাহ্ জাকি ভাইয়ের পরিবারকে এই শোক বইবার শক্তি দিন।’
মাশরাফি লিখেছেন, ‘জাকি ভাই আপনার সংতে বোলিং নিয়ে জীবনে কতবার কথা বলেছি তার ঠিক নাই। বোলিংয়ের বায়োম্যাকানিক্স বাংলাদেশে আপনি সম্ভবত সবচেয়ে ভালো বুঝতেন। আজ আপনি প্রিয় সেই মাঠে থেকেই বিদায় নিলেন। ওপারে ভালো থাকবেন ভাই। মহান আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।’
জাহানারা লিখেছেন, ‘কোচ মাহবুব আলী জাকি স্যারের মৃত্যু সংবাদে আমি গভীরভাবে মর্মাহত এবং শোকাহত। তিনি আমার পেস বোলিং কোচদের একজন ছিলেন এবং তার সাথে কাজ করার স্মৃতি মধুর। শেষ মুহূর্তেও ক্রিকেট মাঠে সবচেয়ে প্রিয় কাজটি করার সময়েই না ফেরার দেশে চলে গেলেন তিনি। তার পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন, আমিন।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্ব চলমান। এখানেই মারা গেছেন জাকি। তাই সিলেটেই তার প্রথম জানাজা হবে জানিয়ে আসিফ আরও জানান, সিলেটে প্রথম জানাজা শেষে জাকির মরদেহ কুমিল্লায় পাঠানো হবে।