অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই
এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই পর্বে প্রথম তিন ম্যাচেই জিতেছে বাংলাদেশ। গত ম্যাচগুলোয় গোলোৎসব করলেও বাংলাদেশের সামনে আজ কঠিন প্রতিপক্ষ বাহরাইন। চীনের ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টারে দুদলের ম্যাচটি বাংলাদেশ সময় ১টায় শুরু হবে। গ্রুপ পর্বে বাংলাদেশের জন্য শক্ত প্রতিপক্ষ বাহরাইন।
এ ম্যাচটি যে ভালো চ্যালেঞ্জের হতে যাচ্ছে নাজমুল হুদা ফয়সালদের জন্য, সেটি আর বলার অপেক্ষা রাখে না। অবশ্য বাহরাইন ম্যাচের জন্য প্রস্তুত বাংলাদেশ। গত তিন ম্যাচে চার গোল করেছেন ফরোয়ার্ড মানিক। এই ফুটবলার জানান, বাহরাইনের বিপক্ষেও জিততে চান তারা। গোল করে দলকে এগিয়ে রাখতে নিজের সেরাটা দিয়েই খেলবেন এই কিশোর।
অন্যদিকে, বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের গোলরক্ষক আলিফ রহমান ইমতিয়াজ বলেন, ‘গত তিন ম্যাচেই আমরা ভালোভাবে জিতেছি। আগামীকাল (আজ) আমাদের প্রতিপক্ষ বাহরাইন। তারা কঠিন প্রতিপক্ষ। এই ম্যাচটি অনেক চ্যালেঞ্জিং হবে। তবে চ্যালেঞ্জ মোকাবিলা করে আমরা জিততে চাই।’
তিমুর লেস্তেকে ৫-০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপে নিজেদের মিশন শুরু করে বাংলাদেশ। এরপর ব্রুনাইকে ৮-০ এবং শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারায় বাংলাদেশের কিশোররা। এই টানা জয়ে ৯ পয়েন্ট নিয়ে চীনের সঙ্গে তালিকায় যৌথভাবে শীর্ষে আছে বাংলাদেশ। বাহরাইনের পর ৩০ নভেম্বর স্বাগতিক চীনের বিপক্ষে খেলবে লাল-সবুজের জার্সিধারীরা। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে আগামী বছর সৌদি আরবে হতে যাওয়া এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার টিকিট পাবে বাংলাদেশের ছেলেরা।