সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বেশ বর্ণাট্য আয়োজনে উদ্বোধন করা হয়েছে বিপিএলের ১২তম আসরের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। পরে জাতীয় সঙ্গীত ও বেলুন উড়িয়ে বিপিএলের ১২তম আসরের উদ্বোধন ঘোষণা করা হয়।
বিপিএলের ১২তম আসরের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক সিলেট টাইটানসের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। এই ম্যাচের আগে এই আনুষ্ঠানিকতার আয়োজন করে বিসিবি। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার ও ধারাভাষ্যকার ওয়াকার ইউনুস।
উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ জানান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। গতকাল রাতে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে বেশ কর্মযজ্ঞের দেখা যায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সেই কর্মযজ্ঞটা ছিল এই উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে।
উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচের আগে ৪৫ মিনিটের আরও কিছু আনুষ্ঠানিকতা রেখেছে বিসিবি। সেখানে সঙ্গীত শিল্পী ফুয়াদ আল মুক্তাদিরকে রেখেছে বিসিবি। এছাড়া সেখানে থাকবেন অভিনয় শিল্পী তানজিন তিশা।