হোম > খেলা

জামাল-মোরসালিনদের সঙ্গে ফিফা ট্রফি ঘিরে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস

স্পোর্টস রিপোর্টার

বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে ঢাকা এসেছে ২০২৬ বিশ্বকাপের ট্রফি। রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে এই ট্রফিকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে চলছে রীতি মতো উৎসব। তবে এবার সাধারণ মানুষের জন্য ট্রফিটি উন্মুক্ত রাখা হয়নি। কোকা কোলা ‘আন্ডার দ্য ক্যাপ’ ক্যাম্পেইনের বিজয়ীরা বিশ্বকাপ ট্রফি সরাসরি দেখা ও ছবি তোলার সুযোগ পাচ্ছেন। বিশ্বকাপ ট্রফি দেখতে ও ছবি তুলতে দুপুর থেকেই হোটেল রেডিসনে ভীড় জমান তারা। তাদের বেলা দুইটা থেকে ট্রফি উন্মুক্ত করে দেওয়া হয়। হোটেল ভেতর ও বাইরে ফুটবলপ্রেমীদের ভীড় দেখা যায়। যদিও ট্রফি ঘিরে বড় আকারের কোনো অনুষ্ঠানের আয়োজন রাখেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবুও বিশ্বকাপ ট্রফি ঘিরে আগ্রহের কমতি নেই।

দেওয়ান হামজা চৌধুরী বাংলাদেশ দলে যোগ দেওয়ায় ফুটবলে নতুন জাগরণ হয়েছে। ফুটবলকে ঘিরে এখন বাড়তি উচ্ছ্বাস ফুটবলপ্রেমীদের মাঝে। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে বিআরটিসির হয়ে খেলা হামজা পিয়াস প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি সরাসরি দেখার সুযোগ পেয়ে হোটেল রেডিসন এ আসেন। তিনি আমার দেশকে বলেন, ‘আমি এই প্রথমবার ট্রফিটি দেখলাম এবং ছবি তুললাম। খুবই ভালো লাগছে। ফুটবল নিয়ে আমি খুবই আশাবাদী। হামজা ভাই এসে যেভাবে খেলা শুরু করেছেন, আমার মনে হয় খুব শিগগিরই সাউথ এশিয়া অঞ্চল থেকে বাংলাদেশ বিশ্বকাপে খেলার সুযোগ পেতে পারে। ফুটবলের নব জাগরণ হয়েছে। আশা করি, এটা ধরে রাখবে বাংলাদেশ।’ ব্রাজিলের ভক্ত মডেল তারকা নীল হুরের জাহান। তিনিও প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তুললেন। হুরে জাহান বলেন, ‘আমাদের একটাই আক্ষেপ, আমরা বিশ্বকাপে খেলিনি। তবে আমাদের ফুটবল নতুন করে জেগেছে। আশা করি, সামনে ভালো কিছু করবে বাংলাদেশ।’ অন্যদিকে, মো. শাওন নামের আরেক ফুটবলপ্রেমী আর্জেন্টিনার সাপোর্টার। তিনি বলেন, ‘আমি মেসিকে সরাসরি দেখিনি। মেসি এই ট্রফিটি ছুঁয়েছে। আমি এই ট্রফির সঙ্গে ছবি তুলতে পেরে আমি খুবই ভাগ্যবান।’

ফিফা ট্রফির প্রদর্শণীতে দিন বাংলাদেশ দলের অীধনায়ক জামাল ভূঁইয়া ও শেখ মোরসালিনও উপস্থিত ছিলেন। জামাল ব্রাজিলের ভক্ত। চলতি বছর কে বিশ্বকাপ জিতবে? জামার উত্তর দিলেন, ‘আমি চাই ব্রাজিল বিশ্বকাপ জিতুক।’ হামজাসহ প্রবাসী ফুটবলররা দেশের ফুটবলে নতুন আশার সঞ্চার করেছেন। জামাল বলেন, ‘আশা করি, সামনে ভালো কিছুই হবে।’ অন্যদিকে শেখ মেরাসালিন বলেন, ‘এই ট্রফি আসায় আমরা আরো অনুপ্রাণিত হবো। এটি আমাদের উৎসাহ জোগাবে।’

ফিফা বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

ক্রিকেটে পিতা-পুত্রের গল্প

যুক্তরাষ্ট্রের পেসার আলি খানের ভিসা আবেদন নাকচ ভারতের

ফিফা বিশ্বকাপ ট্রফি আসছে আজ

রোনালদোর গোল স্কোরিংয়ের রজতজয়ন্তী

টিভির পর্দায় ভারত-নিউজিল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে

ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ

শাহিনকে আর্থিক সহায়তা বিসিবির

ভুল করেও জিতল লিভারপুল

বাংলাদেশ-ভারত মুখোমুখি