হোম > খেলা

উইন্ডিজের ক্যাচ মিসের মহড়া, জিতল আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতির অংশ হিসেবে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। তাতে শুরুটা দারুণ করল আফগানরা। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩৮ রানে জিতেছে রশিদ খানের দল। আর এতে বড় অবদান আছে ক্যারিবীয়দেরও। ৮ রানের ব্যবধানে ৩ ম্যাচ ছেড়ে ম্যাচই ফেলে দিয়েছে তারা।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ১৯ রানেই ২ উইকেট হারিয়ে ধুঁকছিল আফগানিস্তান। রানের খাতা খোলার আগে রানআউট হয়ে যান রহমানউল্লাহ গুরবাজ। দলীয় ১৯ রানে আউট সেদিকউল্লাহ অটলও (২)। এরপর ইব্রাহিম জাদরান ও রাসুলি মিলে ১০১ বলে ১৬২ রানের জুটি গড়ে দলকে বড় পুঁজি পাইয়ে দেন। ইব্রাহিম ৫৬ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৮৭ অপরাজিত থাকেন। রাসুলি ৮ চার ও ২ ছক্কায় ৫৯ বলে ৮৪ রান করেন। তাতে ২০ ওভারে ৩ উইকেটে তাদের ১৮১ রান তোলে আফগানিস্তান।

লক্ষ্য তাড়ায় নেমে ৫০ রানে নেই উইন্ডিজের ৫ উইকেট! পরাজয় সেখানেই নির্ধারণ হয়ে যায়। এরপর কেবল হারের ব্যবধান কমিয়েছেন স্যাম্পসন, ফোর্ড ও মোতিরা। স্যাম্পসন ২৪ বলে ৩০, ফোর্ড ২১ বলে ২৫ এবং ১৫ বলে ২৮ রানের ক্যামিও ইনিংস খেলেন মোতি। তাতে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রান করতে পারে ওয়েস্ট ইন্ডিজ।

আফগানদের পক্ষে জিয়াউর রহমান সর্বোচ্চ ৩ এবং মুজিব-উর রহমান, রশিদ খান ও নুর আহমেদ দুটি করে শিকার ধরেন।

বৃষ্টিতে ভাসল যুবাদের ম্যাচ

ফাইনালে ‘বিসিবির’ দল চট্টগ্রাম

হাই ভোল্টেজ ম্যাচের তারা খালেদ

ক্লাবগুলোর অনুরোধেই ফুটবল লিগ স্থগিত

শেষ বলের রোমাঞ্চে ফাইনালের আশায় সিলেট

সাফ ফুটসালে দ্বিতীয় জয় বাংলাদেশের

আইসিসির অযৌক্তিক শর্ত আমরা মানব না: ক্রীড়া উপদেষ্টা

মেলবোর্নে সিনার-ওসাকার দাপট

স্বর্ণার নৈপুণ্যে পাপুয়া নিউ গিনিকে হারাল বাংলাদেশ

ফাইনালে ওঠার লড়াইয়ে রাজশাহী-চট্টগ্রাম