ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয়ের পথেই ছিল আর্সেনাল। কিন্তু শেষদিকে গোল হজম করে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটিতে জয়বঞ্চিত হয়েছে মিকেল আর্তেতার শিষ্যরা। শক্তির বিচারে বেশ পিছিয়ে থাকা দলটির সঙ্গে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে গত আসরের রানার্সআপরা।
ক্রিস্টালের সঙ্গে আর্সেনাল পয়েন্ট ভাগ করায় শিরোপা জেতার সমীকরণ আরও সহজ হয়েছে লিভারপুলের। নিজেদের পরবর্তী ম্যাচে টটেনহাম হটস্পারের বিপক্ষে না জিতলেও চলবে অল রেডদের। ড্র করলেই শিরোপা নিশ্চিত হবে আর্নে স্লটের দলের। ৩৩ ম্যাচে তাদের সংগ্রহ ৭৯ পয়েন্ট। ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে আর্সেনাল।
এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় মিনিটে কিভিওরের গোলে এগিয়ে যায় আর্সেনাল। ২৭ মিনিটে ক্রিস্টালের হয়ে গোলটার শোধ দেন এজে। ১৫ মিনিট পর ট্রোসার্ডের কল্যাণে ম্যাচে দ্বিতীয়বারের মতো এগিয়ে যায় স্বাগতিকরা। নির্ধারিত সময়ের সাত মিনিট আগে গোল করে গানারদের জয়ের স্বপ্ন মাটি করে দেন মাতেতা।