হোম > খেলা

বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ টেইট

স্পোর্টস রিপোর্টার

নতুন পেস বোলিং কোচ হিসেবে অস্ট্রেলিয়ার সাবেক তারকা বোলার শন টেইটকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (১২ মে) এক বিজ্ঞপ্তিতে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে।

আন্দ্রে অ্যাডামসের স্থলাভিষিক্ত হিসেবে ৪২ বছর বয়সী টেইটকে নিয়োগ দিয়েছে বিসিবি। তার সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি করা হয়েছে। চলতি মাসের শেষদিকে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন বাইশ গজে এক সময় গতির ঝড় তোলা এই পেসার।

কোচ হিসেবে বেশ ভালো অভিজ্ঞতা আছে টেইটের। এর আগে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগে কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার। সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চিটাগং কিংসের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। এবার কোচিং ক্যারিয়ারের নতুন অধ্যায়ে পা রাখলেন টেইট।

অস্ট্রেলিয়া জাতীয় দলের জার্সিতে তিন সংস্করণ মিলিয়ে ৫৯ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন টেইট। অজিদের ২০০৭ বিশ্বকাপ জয়ী দলের গর্বিত সদস্য তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে অন্যতম দ্রুতগতির বোলার হিসেবে পরিচিত টেইট।

বাংলাদেশ দলের দায়িত্ব পেয়ে টেইট বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হওয়ার ভালো সময় এখন, খানিকটা নতুন যুগের শুরু বলা যায়। সাম্প্রতিক সময়ে এটা বহুবারই বলা হয়েছে, তরুণ প্রতিভা ও ফাস্ট বোলাদের নিয়ে, যা দারুণ। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হওয়ার ভালো সময় এখন, খানিকটা নতুন যুগের শুরু বলা যায়। সাম্প্রতিক সময়ে এটা বহুবারই বলা হয়েছে, তরুণ প্রতিভা ও ফাস্ট বোলাদের নিয়ে, যা দারুণ।’



শন টেইটের কোচিং ক্যারিয়া


পেস বোলিং কোচ হিসেবে এর আগে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ (টেস্ট দল) ও আফগানিস্তানের জাতীয় দলে কাজ করেন টেইট। ক্রিকেট দুনিয়ার বিভিন্ন টুর্নামেন্ট ও শীর্ষ ফ্র্যাঞ্চাইজি লিগে কোচিং করান ৪২ বছরের সাবেক এ অস্ট্রেলিয়ান ক্রিকেটার। মেন্টর ছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), বিগ ব্যাশ লিগ (বিবিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল), লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) ও ইংলিশ কাউন্টি ক্রিকেটেও। আর বিপিএলের সবশেষ আসরে ছিলেন চিটাগাং কিংসের প্রধান কোচ।

মেসির হাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট

চোটে স্মিথ, ভাগ্য খুলল খাজার, সমানে সমান লড়ছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

সুইজারল্যান্ডের চ্যালেঞ্জে কানাডা-কাতার

ক্লাব-বোর্ড দ্বন্দ্বে ‘খুন’ হচ্ছে ক্রিকেট

টিভির পর্দায় যুব এশিয়া কাপে বাংলাদেশ-শ্রীলঙ্কার লড়াই

ফিফার বর্ষসেরা খেলোয়াড়ও উসমান দেম্বেলে

৮ গোলের থ্রিলারে ম্যানইউয়ের হোঁচট

রানাতুঙ্গার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিজয় দিবসে মুশফিকুর-শরিফুলদের শুভেচ্ছা

৯ কোটি ২০ লাখে কলকাতা নাইট রাইডার্সে মোস্তাফিজ