হোম > খেলা

আরেকবার সরকারের সঙ্গে কথা বলবেন বুলবুল

স্পোর্টস রিপোর্টার

ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার ব্যাপারে নিজেদের অনড় অবস্থানের পক্ষেই আছে বিসিবি। এর মধ্যেই ভারতের মাটিতে বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে হবে- এমনটাই জানিয়ে দিয়েছে আইসিসি। তাদের দেওয়া সিদ্ধান্ত বিসিবি মেনে নিবে নাকি অনড় থাকবে- এই প্রশ্নের উত্তর জানাতে আইসিসির কাছে সময় চেয়ে নিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সরকারের সঙ্গে কথা বলে নিজেদের সিদ্ধান্তের কথা জানাবেন বলে জানান তিনি।

গতকাল আইসিসির বোর্ডসভায় সিদ্ধান্ত জানাতে বাংলাদেশকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় আইসিসি। এরপরেই ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিবি সভাপতি বুলবুল জানান সরকারের উপর কোন চাপ দিবেন না। তিনি বলেন, ‘সভা প্রায় দেড় ঘণ্টা ধরে চলেছে। সে সময় আমাদের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেছি। বাংলাদেশের ক্রিকেটাররা ও সরকার চায় বিশ্বকাপ খেলতে। আমি সরকারকে জানাতে শেষ সুযোগ চেয়েছি। আমরা সরকারকে কোন চাপ প্রয়োগ করব না। এখন ভারতে খেলতে যাওয়া আমাদের জন্য নিরাপদ না। শ্রীলঙ্কায় খেলতে যাওয়ার সিদ্ধান্তে অটল আছি।’

তিনি আরও বলেন, ‘আমি জানি আইসিসি আমাদের সিদ্ধান্ত প্রত্যাখান করেছে। তবুও আরও একবার সরকারের সঙ্গে কথা বলব। সরকারের সিদ্ধান্ত আমরা আইসিসিকে জানাব।’

সরকার শুধু খেলোয়াড় কিংবা কোচিং স্টাফদের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেয় না জানিয়ে বুলবুলের ভাষ্য, ‘সরকার যখন সিদ্ধান্ত নেয় তখন শুধুমাত্র খেলোয়াড়, কোচিং স্টাফদের কথা চিন্তা করে না। তারা সবার কথা চিন্তা করে সিদ্ধান্ত নেয়।’

শ্রীলঙ্কায় খেলতে যাওয়ার সুযোগ ছিল গ্রুপ বদল করে। আয়ারল্যান্ড কিংবা জিম্বাবুয়ের সঙ্গে গ্রুপ বদল করলে- বিশ্বকাপের সকল ম্যাচ শ্রীলঙ্কায় খেলা হতো লাল-সবুজের প্রতিনিধিদের। তবে লঙ্কানদের কারণে সেটা সম্ভব হয়নি জানিয়ে বুলবুল বলেন, ‘আয়ারল্যান্ড বা জিম্বাবুয়ের সঙ্গে গ্রুপ বদল করা যেত। এটা হতো সবচেয়ে সহজ উপায়। তবে শ্রীলঙ্কা তাদের গ্রুপে নতুন দল চায়নি।’

টিভির পর্দায় শ্রীলঙ্কা-ইংল্যান্ড প্রথম ওয়ানডেসহ আরও যত খেলা

বাংলাদেশের পাশে ছিল পাকিস্তান

ভারতের চাপে আইসিসির সিদ্ধান্ত, পূর্বসূচিতে ভারতেই খেলতে হবে বাংলাদেশকে

ফাইনালে চট্টগ্রামের প্রতিপক্ষ রাজশাহী

টি-টোয়েন্টিতে হারে শুরু নিউজিল্যান্ডের

ভারতকে পেছনে ফেলে শীর্ষে বাংলাদেশ

দুই কিউই ক্রিকেটারে রাজশাহীর লড়াকু পুঁজি

রিয়াল-আর্সেনালের জয়ের রাতে ম্যানসিটি-পিএসজির হার

তৃতীয় রাউন্ডে আলকারাজ-সাবালেঙ্কা, রাদুকানুর বিদায়

ভারতের প্রভাবে বাংলাদেশকে বাদ দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ