হোম > খেলা

ভারতের প্রভাবে বাংলাদেশকে বাদ দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস রিপোর্টার

আইসিসিতে ভারতের একচেটিয়া আধিপত্যেরই হিংস্র চেহারা দেখা গেল আরেকবার। বুধবার আইসিসি যে ভার্চুয়াল সভা ডেকেছিল, সেখানে ভারতের প্রভাবে ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। নিরাপত্তার ঝুঁকি থাকার কারণে ভারতে গিয়ে বাংলাদেশ বিশ্বকাপ ম্যাচ না খেলার যৌক্তিক দাবি করেছিল। কিন্তু ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জয় শাহর নেতৃত্বাধীন আইসিসি বোর্ড বাংলাদেশের বিরুদ্ধে রায় দিয়েছে। সভায় সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে-যদি ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ সম্মত না হয়, তাহলে বিকল্প একটি দল নিয়ে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই বিশ্বকাপ আসর শুরু হবে। সেই বিকল্প দলটি হতে পারে স্কটল্যান্ড। বিশ্বকাপে খেলা-না খেলার সিদ্ধান্ত আইসিসিকে জানানোর জন্য ২৪ ঘণ্টা সময় পেয়েছে বাংলাদেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশকে এই আলটিমেটাম দিয়েছে আইসিসি।

বুধবার বোর্ড সভা শেষে আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভারতে বিশ্বকাপ খেলতে গেলে নিরাপত্তার ঝুঁকি রয়েছে বলে যে দাবি করেছে বাংলাদেশ, সেখানে বিশ্বাসযোগ্য কোনো হুমকি খুঁজে পায়নি সংস্থাটি। বাংলাদেশের অনুরোধ রেখে বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নিলে আইসিসি টুর্নামেন্টগুলোর মর্যাদা হারাবে এবং আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। নিরাপত্তার ঝুঁকি দেখিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে বাংলাদেশের তারকা বোলার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেয় আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। এরপরই ভারতে বিশ্বকাপ না খেলার কারণ হিসেবে নিরাপত্তা ঝুঁকির কথাই বারবার আইসিসিকে বলে আসছিল বাংলাদেশ। এ নিয়ে আইসিসি ও বিসিবির মধ্যে দুই দফা বৈঠকও হয়েছে। সেখানেও ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকার কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অবশেষে সভা ডেকে চূড়ান্ত সিদ্ধান্ত নিল আইসিসি। নিরাপত্তার ঝুঁকি থাকার কারণে ভারতে গিয়ে খেলছে না পাকিস্তান। তাদের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কার ভেন্যুতে। পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশের পক্ষে কথা বললেও আইসিসির অন্য সদস্য দেশগুলো ভারতের প্রভাব মেনে নিয়েছে। যে কারণে বিশ্বকাপ থেকে বাদ পড়ছে বাংলাদেশ।

বাংলাদেশের অনুরোধ আমলে না নেওয়ার তিনটি কারণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে আইসিসি। সংস্থাটি জানায়, ‘বাংলাদেশ দলের নিরাপত্তা মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়তে পারে-এমন কোনো স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন না থাকায় আইসিসির পক্ষে ম্যাচ স্থানান্তর করা সম্ভব নয়। এতে অন্য দল ও বিশ্বব্যাপী সমর্থকদের জন্য বড় ধরনের লজিস্টিক ও সূচিগত জটিলতা তৈরি হবে এবং একইসঙ্গে এমন নজির তৈরি হবে, যা আইসিসির শাসনব্যবস্থার নিরপেক্ষতা, ন্যায্যতা ও সততাকে ক্ষুণ্ণ করার ঝুঁকি তৈরি করবে।’

গত ৪ জানুয়ারি নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তের কথা আইসিসিকে জানায় বিসিবি। বিকল্প হিসেবে সহ-আয়োজক শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের সব ম্যাচ আয়োজনের অনুরোধ করেছিল। প্রথমদিকে শ্রীলঙ্কায় বাংলাদেশ দলের সব ম্যাচ হবে- এমনটাই ধারণা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত বাংলাদেশের সেই আবেদনে আর সাড়া দেয়নি আইসিসি। বিশ্বকাপের ‘সি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী হিসেবে থাকা ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজও শ্রীলঙ্কায় ভ্রমণে অপারগতা প্রকাশ করে। বিকল্প হিসেবে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পরিবর্তনের সম্ভাব্যতা নিয়েও হয় আলোচনা। কিন্তু ক্রিকেট আয়ারল্যান্ড আইসিসির দেওয়া সেই প্রস্তাব গ্রহণ করেনি। সে কারণে শেষ পর্যন্ত আর শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ দলের ম্যাচ আয়োজনে পুরোপুরি অপারগতা জানায় আইসিসি। জানা গেছে, আয়ারল্যান্ড যাতে বাংলাদেশের সঙ্গে গ্রুপ অদল-বদল করতে সম্মত না হয়, সে জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তাদের লোভনীয় আর্থিক প্রস্তাবনাও দেওয়া হয়। দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের মুলো ঝুলিয়ে আয়ারল্যান্ডকে বশীভূত করে রাখে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ ভারতে খেলতে রাজি হবে কি নাÑসে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। আজকের মধ্যেই বিসিবিকে আইসিসির কাছে নিজেদের সিদ্ধান্ত জানাতে হবে। নিজেদের সিদ্ধান্ত থেকে যে বিসিবি পিছু হটছে নাÑসেটা পরিষ্কার। বিসিবির অবস্থান স্পষ্ট।

নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাওয়ার জন্য সরকারের কাছ থেকে সবুজ সংকেত পায়নি বিসিবি। যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল একাধিকবার জানিয়েছেন, ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ দল। এছাড়া বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গত ১০ জানুয়ারি সিলেটে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, কলকাতার বদলে ভারতের অন্য কোনো ভেন্যুতে খেলা দিলেও বাংলাদেশ যাবে না। ভারতের অন্য ভেন্যু ভারতই। শুধু শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ যদি আয়োজন হয়, তাহলেই এবারের বিশ্বকাপে খেলবে বাংলাদেশ।

আইসিসির বোর্ড সভার আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইসিসিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেয়। সেখানে বাংলাদেশের পক্ষে সমর্থন জানায় তারা। পাশাপাশি বাংলাদেশের নিরাপত্তা শঙ্কার কথা আমলে নিয়ে ভেন্যু পরিবর্তনের আহ্বানও জানানো হয়। বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কা কিংবা পাকিস্তানের মাটিতে আয়োজনের আহ্বান ছিল তাদের। তবে পিসিবির সেই আহ্বানে সাড়া দেয়নি আইসিসি।

আইসিসির বেঁধে দেওয়া আলটিমেটামে বাংলাদেশ সিদ্ধান্ত জানানোর পর স্কটল্যান্ডের বিশ্বকাপে খেলা নিয়ে হবে আলোচনা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপিয়ান অঞ্চলের বাছাই পর্বে তিন নম্বরে ছিল স্কটল্যান্ড। সে কারণে তাদের সুযোগ আসেনি বিশ্বকাপে খেলার। বাংলাদেশ শেষ পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় থাকলে স্কটিশদের জন্য খুলে যাবে বিশ্বকাপ খেলার দুয়ার।

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের অবস্থানের বিষয়ে আইসিসির বুধবারের বোর্ড সভায় নেওয়া সিদ্ধান্ত আরেকবার সুস্পষ্ট করল যে, এই সংস্থা পুরোপুরি ভারতের ইচ্ছা-অনিচ্ছা অনুযায়ী চলে।

আইসিসির পূর্ণাঙ্গ ফর্ম আসলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল নয়, এটি মূলত ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল!

দুই কিউই ক্রিকেটারে রাজশাহীর লড়াকু পুঁজি

রিয়াল-আর্সেনালের জয়ের রাতে ম্যানসিটি-পিএসজির হার

তৃতীয় রাউন্ডে আলকারাজ-সাবালেঙ্কা, রাদুকানুর বিদায়

চলছে আইসিসির বোর্ড মিটিং, বাংলাদেশ-ভারত দ্বন্দ্বের সমাধান আজ

ক্রিকেটে বাংলাদেশকে নিষিদ্ধ করতে পিটিশন, খারিজ করে দিল দিল্লির হাইকোর্ট

বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি পাঠাল পিসিবি

গুরুত্বপূর্ণ লড়াইয়ে বার্সা-লিভারপুল-বায়ার্ন

টিভির পর্দায় ভারত-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিসহ আরও যত খেলা

বিশ্বকাপ প্রশ্নে উত্তরহীন লিটন

বৃষ্টিতে ভাসল যুবাদের ম্যাচ