হোম > খেলা

এখনই শিরোপা নয়, অঙ্কনের চিন্তায় ভালো ক্রিকেট

স্পোর্টস রিপোর্টার

নানান শঙ্কা কাটিয়ে একদিন পরেই শুরু হবে বিপিএলের এবারের আসর। সেই আসরের আগে দলগুলো শুরু করেছে নিজেদের প্রস্তুতি। ইতোমধ্যে চারটি দল বিপিএলের ভেন্যু সিলেটে পা রেখেছে। নোয়াখালী এক্সপ্রেস সিলেটে যাবে আজ। এর আগে গতকাল অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন নোয়াখালীর উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। সেখানে জানান, এখনই শিরোপা নিয়ে চিন্তাভাবনা করছেন না। আপাতত ম্যাচ বাই ম্যাচ আগানোর পরিকল্পনা করছেন। পাশাপাশি চান বিপিএলে ভালো ক্রিকেট খেলতে।

বিপিএলে এবার প্রায় সবগুলো দলই গড়েছে ভারসাম্যপূর্ণ স্কোয়াড। ফলে মাঠের লড়াইয়ে কে কীভাবে চাপ সামলাতে পারে সেটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ নিয়ে অঙ্কনের ভাষ্য, ‘আমার কাছে মনে হয় সব দল অনেক ভারসাম্যপূর্ণ। কে কেমনভাবে চাপ সামলাতে করতে পারে, কে কেমনভাবে ম্যাচ জিততে পারে বেশি, ওটা বেশি গুরুত্বপূর্ণ। আর ফলাফল নিয়ে অতটা চিন্তা না, কারণ চ্যাম্পিয়নশিপ অনেক দূরে। কতটা ভালো ক্রিকেট খেলতে পারি সেটাই গুরুত্বপূর্ণ।’

নতুন দল হিসেবে এবার আত্মপ্রকাশ করছে নোয়াখালী এক্সপ্রেস। প্রথমবার ফ্রাঞ্চাইজিগুলোর থাকে নানান ভুল-ত্রুটি। তবে এখন পর্যন্ত নোয়াখালী সবকিছু দারুণভাবে সামলাতে পেরেছে বলে জানান অঙ্কন। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় যে তারা (নোয়াখালী) প্রথমবার হিসেবে খুবই ভালো করছে। এ পর্যন্ত দলের পরিবেশ থেকে শুরু করে সবকিছুই অনেক গোছানো। আশা করি যে তারাও অনেক বছর চালিয়ে যেতে পারবে।’

এছাড়া নোয়াখালী বিপিএলে আসুক এমন চাওয়া ছিল অনেক সমর্থকের। ফলে সমর্থকদের বাড়তি চাপ থাকবে দলটির ওপর। এ নিয়ে অঙ্কনের ভাষ্য, ‘নোয়াখালীর অনেক ভালো ভক্ত-সমর্থকও আছে। আশা করি তারা অনেক ভালো করবে বিপিএলে।’

অঙ্কনের কাছে চ্যাম্পিয়নশিপের চেয়ে প্রতিটি ম্যাচে দল হিসেবে পারফর্ম করাটাই আসল, ‘আসলে সবারই লক্ষ্য থাকে যে চ্যাম্পিয়ন হওয়ার। কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা প্রথম থেকে দল হিসেবে কতটা গোছানো ক্রিকেট খেলতে পারছি, কতটা সবাই পারফরম্যান্স করতে পারছে—সেটাই গুরুত্বপূর্ণ বড় নাম নিয়ে চিন্তা করার চেয়ে। প্রত্যেকটা ম্যাচ ভালো খেলাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

রেকর্ডের পাতায় ঝড় তুলে আরেকটি সেঞ্চুরি সূর্যবংশীর

বিসিবি-বিএসপিএ মিডিয়া ওয়ার্কশপ

ফিফা থেকে সুখবর পেলেন রোনালদোরা

চার নতুন মুখ নিয়ে ভারত সফরে নিউজিল্যান্ড

ভারসাম্যপূর্ণ স্কোয়াডে শিরোপাপ্রত্যাশী রংপুর

শেষ আসরের ব্যর্থতা ভুলতে মরিয়া ঢাকা

বিসিবির বোর্ডসভা আজ

টিভির পর্দায় আলজেরিয়া-সুদান ম্যাচসহ আরও যত খেলা

অ্যাশেজ শেষ কামিন্সের, বিশ্বকাপেও অনিশ্চিত

আন্তর্জাতিক ব্যাডমিন্টনে রিয়াদুল-তনয়ের জয়