হোম > খেলা

রুটের ক্যারিয়ার সেরা ইনিংসে বৃথা কার্টির সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক

কেসি কার্টির সেঞ্চুরিতে ইংল্যান্ডের সামনে ৩০৯ রানের লক্ষ্য দাঁড় করিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তাতে অবশ্য লাভ হয়নি ক্যারিবিয়ানদের। জো রুটের ক্যারিয়ারসেরা ইনিংসে ভর দিয়ে দ্বিতীয় ওয়ানডেতে ৩ উইকেটের জয় তুলে নিয়েছে ইংলিশরা। সেই সঙ্গে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে হ্যারি ব্রুকের দল।

পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ১৬৬ রানের অপরাজিত ইনিংস খেলেন রুট। ১৩৯ বলে ২১ চারের পাশাপাশি দুটি ছয় মারেন এই তারকা ব্যাটার। অনুমিতভাবেই জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। এই ইনিংস খেলার পথে ওয়ানডেতে ইংলিশদের প্রথম ব্যাটার হিসেবে ৭ হাজার রানের ক্লাবে পৌঁছে গেছেন রুট। দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ রান করেন উইল জ্যাকস। এছাড়া ব্রুকের অবদান ৪৭ রান। দল হারলেও বল হাতে দারুণ একটা দিন পার করেছেন আলজারি জোসেফ। ৩১ রানে ৪ উইকেট নেন তিনি।

এর আগে ওয়েস্ট ইন্ডিজকে বিশাল পুঁজি এনে দিতে ১৩ চারের সাহায্যে ১০৩ রানের ইনিংস খেলেন কার্টি। ৭৮ রান এনে দেন শাই হোপ। ব্র্যান্ডন কিংয়ের ব্যাট থেকে আসে ৫৯ রান। ২২ রান করেন জাস্টিন গ্রিভস। ইংল্যান্ডের হয়ে ৪ উইকেট নেন আদিল রশিদ। সাকিব মাহমুদের শিকার তিনটি।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ৩০৮/১০ (৪৭.৪ ওভার); কার্টি ১০৩, হোপ ৭৮, কিং ৫৯; রশিদ ৪/৬৩

ইংল্যান্ড: ৩১২/৭ (৪৮.৫ ওভার); রুট ১৬৬, জ্যাকস ৪৯, ব্রুক ৪৭; জোসেফ ৪/৩১

ফল: ইংল্যান্ড ৩ উইকেটে জয়ী।

বিজয় দিবসে মুশফিকুর-শরিফুলদের শুভেচ্ছা

৯ কোটি ২০ লাখে কলকাতা নাইট রাইডার্সে মোস্তাফিজ

মেসি-কাণ্ডে অব্যাহতি চাইলেন কলকাতার ক্রীড়ামন্ত্রী

নারীদের বর্ষসেরা সাবালেঙ্কা

অবৈধ বোর্ড, পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবি সংগঠকদের

সিরিজ ফয়সালার লড়াইয়ে নামছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

যুব বিশ্বকাপের খেলা দেখবেন টিভিতে

১০ ম্যাচের মধ্যে হলো মোটে তিন ম্যাচ!

দুই বিমারে শেষ শাহিনের ওভার!

মেক্সিকো-দক্ষিণ কোরিয়ার ও দক্ষিণ আফ্রিকার লড়াই