হোম > খেলা

যেখানে সবাইকে ছাড়িয়ে তাইজুল

স্পোর্টস রিপোর্টার

তাইজুল ইসলাম অনেকদিন ধরেই বাংলাদেশের স্পিন আক্রমণের মূল ভরসা। হাঁটি হাঁটি পা পা করে এবার পৌঁছে গেলেন নতুন এক মাইলফলকে। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে নাম লেখালেন টেস্টে ২৫০ উইকেট শিকারির ক্লাবে। একই সঙ্গে বাঁহাতি স্পিনার হিসেবে সবচেয়ে কম টেস্ট খেলে ২৫০ উইকেট নেওয়ার নজির গড়লেন তাইজুল। তার সঙ্গে যৌথভাবে অবস্থান করছেন শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ।

২৫০ উইকেটের ঘরে পৌঁছতে তাইজুলকে খেলতে হয়েছে ৫৭ টেস্ট। হেরাথেরও লেগেছিল ৫৭ টেস্ট। এমনকি ইনিংসের দিক থেকেও দুজন এখন পাশাপাশি। ২৫০ উইকেট পর্যন্ত যেতে ১০২ ইনিংস লেগেছিল হেরাথের। তাইজুলেরও লাগল ঠিক ১০২ ইনিংস। তালিকায় সেরা পাঁচের পরের তিন স্থানে আছেন ভারতের বিষেন সিং বেদি (৬০ টেস্ট), রবীন্দ্র জাদেজা (৬২ টেস্ট) এবং ইংল্যান্ডের ডেরেক আন্ডারউড (৬৯ টেস্ট)।

বাঁহাতি স্পিনে সর্বনিম্ন টেস্টে ২৫০ উইকেট

তাইজুল ইসলাম (বাংলাদেশ) - ৫৭ টেস্ট

রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা) - ৫৭ টেস্ট

বিষেন সিং বেদি (ভারত) - ৬০ টেস্ট

রবীন্দ্র জাদেজা (ভারত) - ৬২ টেস্ট

ডেরেক আন্ডারউড (ইংল্যান্ড) - ৬৯ টেস্ট

শিরোপা জিততে বাংলাদেশের চাই ১২৬ রান

টেস্টের ২৫ বছরে ২৫ নম্বর জয়

ভবিষ্যতের জন্য শিক্ষা নিয়েছেন শান্ত

পেস ঝড়ে রহিমের ৬, জায়েদের ৫ উইকেট

মিরপুর টেস্টে যত রেকর্ড

মুথুস্যামি ১০৯, ইয়ানসেন ৯৩, প্রোটিয়াদের দাপটের দিন

সাইফউদ্দিন-মাহিদুলকে ফিরিয়ে টি-টোয়েন্টি দল

৬ আন্তর্জাতিক ইভেন্টে ৫ পদক, কাবাডিতে সম্ভাবনার আলো

মুশফিক বললেন, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং

২১৭ রানের বড় জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ