হোম > খেলা

বিএসপিএ বর্ষসেরা রিফাত মাসুদ

স্পোর্টস রিপোর্টার

২০২৪ সালের ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন টি-স্পোর্টসের সিনিয়র ক্রীড়া সাংবাদিক রিফাত আল মাসুদ।

আজ শনিবার রাজধানীর পল্টনে ফারস হোটেলের সিন্দুরপুর হলে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজন করে ক্রীড়া সাংবাদিকদের স্বীকৃতি প্রদানের অনুষ্ঠান ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অ্যাওয়ার্ড। বরাবরের মতো স্বাধীন বিচারক প্যানেলের মার্কিংয়ে সর্বোচ্চ নম্বর পেয়ে তওফিক আজিজ খান ট্রফি এবং এক লাখ টাকার চেক জিতে নেন রিফাত আল মাসুদ। এ বিভাগে প্রথম রানারআপ হন ঢাকা পোস্ট ডটকমের সিনিয়র রিপোর্টার আরাফাত জোবায়ের এবং এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার বদিউজ্জামান মিলন।

বিএসপিএ সভাপতি রেজওয়ান-উজ-জামানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার তুলে দেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর।

এবারো আট ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। ২০২৪ সালে এক্সক্লুসিভ রিপোর্টে বদি-উজ-জামান ট্রফি জিতেছেন সময় টিভির সিনিয়র রিপোর্টার এসএম ইকবাল। এ বিভাগে রানারআপ হয়েছেন একাত্তর টিভির ফয়সাল হাবীব ও প্রথম আলোর স্পোর্টস এডিটর তারেক মাহমুদ। সিরিজ রিপোর্টে আব্দুল হামিদ ট্রফি জিতেছেন ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার আরাফাত জোবায়ের। এ বিভাগে রানারআপ হয়েছেন এটিএন নিউজের বদিউজ্জামান মিলন ও ঢাকা ট্রিবিউনের শিশির হক।

সাক্ষাৎকারে প্রিন্ট ও অনলাইন বিভাগে আতাউল হক মল্লিক ট্রফি জিতেছেন সমকালের স্পোর্টস এডিটর সঞ্জয় সাহা পিয়াল। এ বিভাগে রানারআপ হয়েছেন ক্রিকইনফোর বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইসাম ও ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার আরাফাত জোবায়ের।

ইলেকট্রনিক মিডিয়ায় সাক্ষাৎকার বিভাগে আতাউল হক মল্লিক ট্রফি জিতেছেন চ্যানেল টি-স্পোর্টসের সিনিয়র রিপোর্টার রিফাত আল মাসুদ। এ বিভাগে রানারআপ হয়েছেন সময় টিভির তাজিন খন্দকার পান্না ও চ্যানেল ২৪-এর একেএম ফায়জুল ইসলাম।

ফিচার/ডকুমেন্টারি বিভাগে প্রিন্ট ও অনলাইন রণজিৎ বিশ্বাস ট্রফি জিতেছেন ডেইলি স্টারের সাব-এডিটর আশফাক উল আলম। রানারআপ হয়েছেন এটিএন নিউজের বদিউজ্জামান মিলন ও প্রথম আলোর জহির উদ্দিন মিশু।

ফিচার/ডকুমেন্টারিতে ইলেকট্রনিক মিডিয়া বিভাগে রণজিৎ বিশ্বাস ট্রফি জিতেছেন টি-স্পোর্টসের সিনিয়র রিপোর্টার রিফাত আল মাসুদ; রানারআপ হয়েছেন একই প্রতিষ্ঠানের নাবিল এলাহী খান ও চ্যানেল ২৪-এর এস কে শাওন।

স্পোর্টস ফটোগ্রাফি-২০২২ ক্যাটাগরিতে সেরা হয়ে বদরুল হুদা ট্রফি জিতেছেন দৈনিক দেশ রূপান্তরের স্পোর্টস ফটোজার্নালিস্ট মোশারফ হোসেন ভুবন। রানারআপ হয়েছেন ডেইলি স্টারের সাব-এডিটর মুহাম্মদ সাজ্জাদ হোসেন মুকুল ও একই প্রতিষ্ঠানের স্টাফ ফটোজার্নালিস্ট ফিরোজ আহমেদ।

অনুষ্ঠানে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে দুজন ক্রীড়ালেখক ও সিনিয়র ক্রীড়া সাংবাদিক মো. আনোয়ার উল্লাহ ও পারভীন নাছিমা নাহার পুতুলকে সম্মাননা দেওয়া হয়।

স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার-জয়ী রিফাত মাসুদ বলেন, বিএসপিএকে ধন্যবাদ। এ ধরনের স্বীকৃতি সব সময় ভালো কাজের অনুপ্রেরণা জোগায়।

বিএসপিএ সভাপতি রেজওয়ান-উজ-জামান বলেন, আমাদের দাবি ম্যাক্স গ্রুপ আগামীতেও আমাদের সঙ্গে থাকবে।

বিএসপিএ সাধারণ সম্পাদক সামন হোসেন বলেন, এ নিয়ে দশমবারের মতো আমরা ম্যাক্স-বিএসপিএ অ্যাওয়ার্ডের আয়োজন করেছি। নানা প্রতিকূলতার মধ্যেও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ম্যাক্স বিএসপিএর সঙ্গে আছে। এজন্য তাদের ধন্যবাদ।

সব দলের অংশগ্রহণে লিগের দাবি ক্রিকেটারদের

আবাহনীর গোল উৎসব

বয়কটের আনুষ্ঠানিক চিঠি পায়নি সিসিডিএম!

এশিয়ান যুব প্যারা গেমসে বাংলাদেশের পাঁচ পদক

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

পাকিস্তানি ব্যাটারের রেকর্ড ১৭৭*

মাঠে এসেই বের হয়ে গেলেন মেসি, ভাঙচুর চালালেন ক্ষুব্ধ ভারতীয়রা

দুর্নীতির অভিযোগে চার ভারতীয় ক্রিকেটার নিষিদ্ধ

বিশ্বকাপে চাহিদার শীর্ষে পর্তুগাল-কলম্বিয়া ম্যাচের টিকিট

২০৩০ বিশ্বকাপেও ব্রাজিলের কোচ আনচেলত্তি!