মূল শহর থেকে লম্বা দূরত্ব পেরিয়ে ক্রিকেট ম্যাচ দেখতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আসতে লম্বা অনেক পথ পাড়ি দিতে হয় সমর্থকদের। দূরত্ব বেশির সঙ্গে যাতায়াত ব্যবস্থাও বেশ দুর্বল। সরাসরি মাঠে আসার জন্য নেই কোনো গণপরিবহন।
শুধু সিএনজি অটো কিংবা রিকশা ছাড়া মাঠে আসার কোনো উপায় নেই। সব মিলিয়ে মাঠে আসতে বেশ দুর্ভোগ পোহাতে হয় মাঠে খেলা দেখতে আসা দর্শককে। দর্শকের এই দুর্ভোগ নিরসনে উদ্যোগ নিতে যাচ্ছে বিসিবি। এ জন্য খেলার সময় বিশেষ শাটল সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক মনজুর আলম।
শাটল সার্ভিস চালুর জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন, বিআরটিসি ও বাস মালিক সমিতির সঙ্গে আলোচনা চালাচ্ছে বিসিবি। সব ধরনের বিপত্তির কথা মাথায় রেখে শাটল সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন মনজুর আলম। এই সার্ভিস চালু হলে ম্যাচ টিকিটের সঙ্গে শাটল সার্ভিস ব্যবহারের সুবিধা দেওয়া হবে দর্শককে। আগামী বিপিএল থেকে চট্টগ্রামের দর্শকদের জন্য এই শাটল সার্ভিস আলোর মুখ দেখবে বলে আশাবাদী বিসিবি।