হোম > খেলা

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

এশিয়া কাপ রাইজিং স্টারস

স্পোর্টস রিপোর্টার

ম্যাচের ভাগ্য দুলছিল পেন্ডুলামে। একবার ঝুঁকছিল বাংলাদেশের দিকে। তো ফের ঝুঁকে যাচ্ছিল ভারতের দিকে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচ হয়ে যায় টাই। তবে রোমাঞ্চ শেষে শেষ হাসি হেসেছে বাংলাদেশ। নাটকীয় ম্যাচে সুপার ওভারে ভারতকে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পৌঁছে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

সুপার ওভারে কোনো রানই নিতে পারেনি ভারত। রিপন মন্ডলের দুই বলে দুই উইকেট হারিয়ে ফেলে প্রতিবেশীরা। তাতে সুপার ওভারে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১ রান। লক্ষ্য ছুঁতে নেমে সুপার ওভারের প্রথম বলে বাংলাদেশও হারায় ইয়াসি আলীর উইকেট। দ্বিতীয় বলে আকবর আলী কোনো রান নিতে না পারলেও ভারতীয় বোলার সুয়াশ শর্মার দিয়ে ফেলেন ওয়াইড। অতিরিক্ত খাতের এই রানের সুবাদেই জয়ের উল্লাসে মাতে বাংলাদেশের ছেলেরা। দ্বিতীয়বারের মতো নাম লিখে ফেলে এ দলের এই টুর্নামেন্টের ফাইনালে।

দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৯৪ রান। শেষ দিকে রীতিমতো চার-ছক্কার ঝড় বইয়ে দেন দেশের ছেলেরা। ফিফটি হাঁকান ওপেনার হাবিবুর রহমান সোহান (৬৫)। ৪৮ রানের হার না মানা দারুণ এক ইনিংস খেলেন এসএম মেহেরব।

জবাবে ব্যাট হাতে মাঠে নেমে ৬ উইকেট হারিয়ে ১৯৪ রানে থেমে শেষ চারের ম্যাচটি টাই করে ফেলে ভারতীয়রা। ৪৪ রান আসে প্রিয়াংশ আর্যের ব্যাট থেকে। বৈভব সূর্যবংশী ৩৮, জিতেশ শর্মা ৩৩ রানের সঙ্গে ৩২ রানে অপরাজিত থেকে যান নেহাল বাধেরা।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ২০ ওভারে ১৯৪/৬ (সোহান ৬৫, মেহেরব ৪৮*, জিসান ২৬; গুর্জাপ্নীত ২/৩৯, সুয়াশ ১/১৭)

ভারত : ২০ ওভারে ১৯৪/৬ (প্রিয়াংশ ৪৪, বৈভব ৩৮, জিতেশ ৩৩; রাকিবুল ২/৩৯, আবু হায়দার ২/৪৪)

ফল : বাংলাদেশ সুপার ওভারে জয়ী।

লো স্কোরিং ম্যাচে বোলারদের দাপট, পিছিয়ে অস্ট্রেলিয়া

সাদমান-জয়ের ফিফটি, বড় সংগ্রহের পথে বাংলাদেশ

স্টার্কের ৭ উইকেট, ইংল্যান্ড অলআউট ১৭২

শৈশবের ক্লাবের হয়ে শিরোপা জিতলেন ডি মারিয়া

অ্যাশেজে আম্পায়ারিংয়ে বাংলাদেশের শরফুদ্দৌলা

ভূমিকম্পে আতঙ্কের মধ্যেই প্রথম সেশন শেষে আয়ারল্যান্ড ৭ উইকেটে ২১১

ফাইনালে বাংলাদেশ না ভারত

অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মহারণ শুরু আজ

টিভির পর্দায় মুশফিকের শততম টেস্টসহ আরো যত ম্যাচ

শ্রীলঙ্কা ৯৫ অলআউট