হোম > খেলা

বুলবুলের স্মৃতিচারণে জ্বলজ্বলে খালেদা জিয়া

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

খালেদা জিয়ার মৃত্যুতে বেশ মর্মাহত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পুরো দেশের সাধারণ মানুষের মতোই মর্মাহত থাকা বিসিবি সভাপতি গতকাল স্মৃতিচারণ করেন। সেখানে জানান, ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ী দলকে সংবর্ধনা দিয়েছিল বিএনপি। সেখানে খালেদা জিয়ার সঙ্গে থাকা তার স্মৃতির কথা জানান বুলবুল। এছাড়া ১৯৯৪ সালে মোহামেডানে অবদানের জন্য খালেদা জিয়ার কাছ থেকে একটি পুরস্কার পেয়েছিলেন তিনি। সেই স্মৃতির কথা জানান আমিনুল ইসলাম বুলবুল।আজ

আজ বিকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন আমিনুল ইসলাম বুলবুল। সেখানে খালেদা জিয়ার সঙ্গে থাকা স্মৃতির কথা স্মরণ করে বলেন, ‘আমার স্মৃতি আছে কিছু। আমরা আইসিসি ট্রফি ৯৭-এ যখন চ্যাম্পিয়ন হয়েছিলাম, তখন আমরা আমাদের অনেকে সংবর্ধনা দিয়েছিল। সেই সংবর্ধনার অংশ ছিল তৎকালীন বিএনপি সংবর্ধনা দিয়েছিল মিন্টো রোডে। তিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, আমি বলেছিলাম যে, মাননীয় প্রধানমন্ত্রী। বলার পরে সব পুরো স্টেজটা চুপ হয়েছিল। তারপর আমি সঙ্গে সঙ্গে ভুল স্বীকার করে বলেছিলাম সাবেক প্রধানমন্ত্রী। ওটাই আমার ছিল শেষ।’

তিনি আরো যোগ করেন, ‘আমার জীবনের সবচেয়ে বড় যে প্রাপ্তিটা ছিল, রাষ্ট্রীয় পুরস্কার (১৯৯৪ সালে মোহামেডানের হয়ে পাওয়া সম্মাননা)। সেই রাষ্ট্রীয় পুরস্কারটা আমি তিনি আমার গলায় পরিয়ে দিয়েছিলেন মেডেলটা। আমরা সবাই আজকে শোকাহত। আমরা আশা করব আল্লাহ রাব্বুল আলামিন যেন তার আত্মাকে শান্তি দেন এবং তার আত্মাকে বেহেশত নসিব করেন।’

এছাড়া ২০০৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সময় দেশের ক্রিকেটে হয়েছিল অবকাঠামোগত উন্নতি। সে সময় খেলোয়াড় হিসেবে ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। এ নিয়ে তিনি বলেন, ‘২০০৪ সালে যখন বাংলাদেশ প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশ অনুষ্ঠিত হয়েছিল। বেশ কিছু ভেন্যু তখন তৈরি হয়েছিল, তার মধ্যে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম একটা ছিল, সেখানে হয়েছিল। আমরা কখনো কখনো আমি তখন খেলোয়াড় ছিলাম। তো খেলোয়াড় অবস্থায় আমি যতটুকু জানি খেলোয়াড় হিসেবে যতটুকু সাহায্য সহযোগিতা পাওয়ার আমরা পেয়েছিলাম।’

সেরা একাদশে নেই ব্রাজিল-আর্জেন্টিনার কেউ

খালেদা জিয়ার বিদায়ে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

ফুটবল ম্যাচ স্থগিত

ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে আর্চার ও টাং

ক্রীড়া উন্নয়নেও আপসহীন ছিলেন খালেদা জিয়া

নকআউট পর্বে উঠল মরক্কো, দ. আফ্রিকা ও মালি

বুধবার হবে বিপিএলের বাতিল ম্যাচ

খালেদা জিয়ার মৃত্যুতে কাবাডি ফেডারেশনের শোক, ম্যাচ স্থগিত

খালেদা জিয়ার মৃত্যুতে তামিম-লিটনদের শোক

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত বিপিএল ম্যাচ