হোম > খেলা

ঝড়ো সেঞ্চুরিতে সোহানের কীর্তি

স্পোর্টস ডেস্ক

এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে ঝড়ো সেঞ্চুরিতে কীর্তিতে নাম লিখিয়েছেন বাংলাদেশের হাবিবুর রহমান সোহান। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড আগেই ছিল। এবার টি-টোয়েন্টি সংস্করণেও দেশের ব্যাটারদের মধ্যে সবচেয়ে কম বলে সেঞ্চুরি করার কীর্তি গড়লেন এই ডানহাতি ব্যাটার।

হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের প্রথম ম্যাচে মাত্র ১৪ বলে ফিফটির পর ৩৫ বলে সেঞ্চুরি করেন সোহান। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে এটিই দ্রুততম ফিফটি ও সেঞ্চুরির রেকর্ড। এর আগে দ্রুততম ফিফটির রেকর্ড ছিল শুভাগত হোমের। ২ বল কম খেলে সেই রেকর্ড পেছনে ফেলা সোহান দলীয় একাদশ ওভারে গিয়ে স্পর্শ করেন সেঞ্চুরি। তার ৩৫ বলের ইনিংসে ছিল ৮ চার ও ১০টি ছক্কা।

সেঞ্চুরি করার মধ্যে দিয়ে সোহান পেছনে ফেলেছেন বর্তমানে জাতীয় দলের হয়ে খেলা পারভেজ হোসেন ইমনকে। এতোদিন বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল পারভেজ হোসেন ইমনের। ২০২০ সালে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফরচুন বরিশালের হয়ে ৪২ বলে তিন অঙ্ক ছুঁয়েছিলেন বাঁহাতি ওপেনার। বিশ্ব ক্রিকেটের হিসেবে ২৭ বলে সেঞ্চুরি করে সবার ওপরে আছেন এস্তোনিয়ার সাহিল চৌহান।

ইনিংসে একটি সোহান মোট ছক্কা হাঁকিয়েছেন ১০টি। স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ছয়ের রেকর্ড এটি। ১১টি ছক্কার নজির আছে তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্তর। এছাড়া জিসান আলমের আছে ইনিংসে ১০ ছক্কার রেকর্ড।

ইতিহাসের দ্বারপ্রান্তে ছোট দেশ কুরাসাও

কামিন্সের পর ছিটকে গেলেন হ্যাজলউড

সোহান-আকবর ঝড়ে উড়ে গেল হংকং

বিশ্বকাপের টিকিট পেল ক্রোয়েশিয়া, দ্বারপ্রান্তে নেদারল্যান্ডস

টানা চার জয়ে বিশ্বকাপের আরও কাছে জার্মানি

রুদ্ধশ্বাস টাইব্রেকার জিতে শেষ ষোলোতে ব্রাজিল

কোহলি-বাবরকে একবিন্দুতে মিলিয়ে দিল ‘৮৩’

টিভির পর্দায় ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট

মেসি জাদুতে জিতল আর্জেন্টিনা

বাবরের সেঞ্চুরিতে সিরিজ পাকিস্তানের