অ্যাশেজে মাত্র একটা টেস্ট খেলেই এবার সন্তুষ্ট থাকতে হচ্ছে প্যাট কামিন্সকে। অস্ট্রেলিয়ার অধিনায়ক বাড়তি ঝুঁকি এড়াতে সিরিজের বাকি দুই টেস্টে দর্শক হয়েই থাকছেন। শুধু তাই নয়, পিঠের চোট যাতে লম্বা সময়ের জন্য সমস্যা তৈরি না করে সেজন্য সামনের বছরের টি- টোয়েন্টি বিশ্বকাপে খেলাও তার এক প্রকার অনিশ্চিত!
অস্ট্রেলিয়ার অধিনায়ককে নিয়ে এই অনিশ্চয়তার তথ্য জানিয়েছেন দলের হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বক্স ইন ডে টেস্ট দলে নেই কামিন্স। সিডনিতে শেষ টেস্টেও বিশ্রামে রাখা হয়েছে তাকে। এবারের অ্যাশেজের প্রথম দুটি টেস্টেও খেলতে পারেননি তিনি। অ্যাডিলেডে সিরিজের তৃতীয় টেস্টে খেলেন। দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট শিকার করেন। সেই টেস্ট জিতে এবারের অ্যাশেজ সিরিজ জয় করল অস্ট্রেলিয়া। সেই জয়োৎসবের সঙ্গী ছিলেন অধিনায়ক প্যাট কামিন্সক তার অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করেন স্টিফেন স্মিথ।
পিঠের চোটে লম্বা সময় ধরে ভুগছেন কামিন্স। রিহ্যাবে ছিলেন অনেকদিন। তবে প্রচণ্ড ইচ্ছাশক্তি ও দৃঢ় মনোবলের কারণে অ্যাডিলেডে অ্যাশেজের তৃতীয় টেস্টে ফিরেন। যেহেতু সিরিজ নিশ্চিত হয়ে গেছে তাই কামিন্সকে নিয়ে অস্ট্রেলিয়া আর বাড়তি ঝুঁকি নিতে রাজি নয়। বিশ্রাম নিয়ে খেললে ইনজুরিমুক্ত হয়ে তার ক্যারিয়ার যাতে আরো লম্বা করা যায়, সেই চেষ্টায় রয়েছে অস্ট্রেলিয়া। তাই রোটেশন পদ্ধতিতে তাকে খেলানোর পরিকল্পনা করছে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট।
সামনের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাকে পাওয়া যাবে কি না, তা জানা যাবে শিগগিরই। ২০২৪ সালের জুনে যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার হয়ে প্যাট কামিন্স আর টি-টোয়েন্টি ম্যাচই খেলেননি। ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই শুরু হবে আইপিএল। সেই টুর্নামেন্টে প্যাট কামিন্স সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কের দায়িত্বে রয়েছেন।