হোম > খেলা

মুথুস্যামি ১০৯, ইয়ানসেন ৯৩, প্রোটিয়াদের দাপটের দিন

গুয়াহাটি টেস্ট

স্পোর্টস ডেস্ক

সেঞ্চুরিয়ান সেনুরান মুথুস্যামি

দক্ষিণ আফ্রিকার শুরুর ব্যাটিংটা ছিল দুর্দান্ত। তাতে চাপে পড়ে গিয়েছিল ভারত। কিন্তু প্রথম দিনের শেষ দিকে কুলদীপ যাদবের ঘূর্ণি জাদুতে স্বস্তি পেয়েছিল স্বাগতিকরা। কিন্তু দ্বিতীয় দিনে এসে সেই স্বস্তিই শেষে অস্বস্তিতে রূপ নিয়েছে। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান সেনুরান মুথুস্যামি হাঁকিয়েছেন সেঞ্চুরি। তার সঙ্গে ৯০ পেরোনো ইনিংস উপহার দিয়েছেন মার্কো ইয়ানসেন। দুজনের ব্যাটিং দাপটে ভারতীয় বোলিং প্রতিরোধ সামলে রানের পাহাড় গড়েছে প্রোটিয়ারা। ব্যাটিংয়ে দাপট দেখিয়ে দ্বিতীয় দিন নিজেদের করে নিয়েছে অতিথিরা। প্রথম ইনিংসে সফরকারীরা করেছে ৪৮৯ রানের সংগ্রহ।

গুয়াহাটিতে মুথুস্যামি ২৫ রান নিয়ে দ্বিতীয় দিনের সকালে ব্যাট হাতে নেমে চড়াও হয়েছেন ভারতীয় বোলারদের ওপর। ২০৬ বলে ১০ বাউন্ডারি ও ২ ছক্কায় এনে দিয়েছেন ১০৯ রানের দুর্বার এক ইনিংস। ১ রান নিয়ে মুথুস্যামির পার্টনার হিসেবে দিন শুরু করা কাইল ভেরেইনে ৫ রানের জন্য বঞ্চিত হয়েছে ফিফটি থেকে। ফিরে যান ৪৫ রানে। তবে সেঞ্চুরির আভাস দিয়েও জাদুকরী তিন অঙ্ক মিস করেছেন ইয়ানসেন। ওয়ানডে স্টাইলে খেলে ৯১ বলে দলীয় স্কোরে যোগ করেছেন ৯৩ রান। তার চমৎকার এই ইনিংসে ছিল ৬ বাউন্ডারি ও ৭ ছক্কার মার। তার আগে ৬ উইকেটে ২৪৭ রান নিয়ে দিনের খেলা শুরু করে আফ্রিকার দলটি।

ভারতের হয়ে একাই চার উইকেট শিকার করেছেন কুলদীপ যাদব। তার সঙ্গে দুটি করে উইকেট নিয়েছেন জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজা।

দ্বিতীয় দিনের শেষ দিকে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ৯ রান তুলেছে ভারত। স্বাগতিকরা ব্যাট করেছে মাত্র ৬.১ ওভার। তবে রিশভ পান্তের দল এখনো ৪৮০ রানের পিছিয়ে।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস : ৪৮৯/১০, ১৫১.১ ওভার (মুথুস্যামি ১০৯, ইয়ানসেন ৯৩; কুলদীপ ৪/১১৫ ও বুমরাহ ২/৭৫)।

ভারত প্রথম ইনিংস : ৯/০, ৬.১ ওভার (জয়সওয়াল ৪*, রাহুল ৩*)। * দ্বিতীয় দিন শেষে

শিরোপা জিততে বাংলাদেশের চাই ১২৬ রান

টেস্টের ২৫ বছরে ২৫ নম্বর জয়

ভবিষ্যতের জন্য শিক্ষা নিয়েছেন শান্ত

পেস ঝড়ে রহিমের ৬, জায়েদের ৫ উইকেট

মিরপুর টেস্টে যত রেকর্ড

যেখানে সবাইকে ছাড়িয়ে তাইজুল

সাইফউদ্দিন-মাহিদুলকে ফিরিয়ে টি-টোয়েন্টি দল

৬ আন্তর্জাতিক ইভেন্টে ৫ পদক, কাবাডিতে সম্ভাবনার আলো

মুশফিক বললেন, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং

২১৭ রানের বড় জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ