হোম > খেলা

ভারতে বিশ্বকাপ খেলতে চায় না বাংলাদেশ, আইসিসিকে বিসিবির চিঠি

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আইসিসিকে চিঠি দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে তারা। আগামী ২৫ জানুয়ারি বিশ্বকাপ খেলতে দেশটিতে যাওয়ার কথা ছিল। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশটিতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি।

এর আগে গতকাল এক অনলাইন বৈঠকে বসেছিল বিসিবি। ওই বৈঠকে ভারতের বিপক্ষে কঠোর অবস্থানে না যাওয়ার পরামর্শ ছিল। তবে দেশজুড়ে তৈরি হওয়া নানান সমালোচনা এবং সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ইতোমধ্যে আইসিসিকে চিঠি দিয়ে নিজেদের ম্যাচের ভেন্যু বদলের অনুরোধ করেছে বাংলাদেশ।

বিষয়টি নিশ্চিত করে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানান, ‘কিছুক্ষণের মধ্যে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিবির অবস্থান পরিষ্কার করা হবে। মোস্তাফিজ ও বিশ্বকাপ--দুই ইস্যুতেই পরিষ্কার বার্তা থাকবে।’

বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার প্রেক্ষাপট তৈরি হয়েছিল মোস্তাফিজুর রহমানকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড থেকে বাদ দেওয়া থেকে। নিরাপত্তার শঙ্কায় বিসিসিআই মোস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। এর পরেই প্রশ্ন ওঠে--যেখানে একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে পারবে না ভারত, সেখানে কীভাবে পুরো দলকে নিরাপত্তা দেবে? এমনকি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও এ প্রশ্ন তোলেন। এক ফেসবুক পোস্টে তিনি জানান, ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিতে বিসিবিকে জানাবেন তিনি। এর পরেই জানা গেল, বিশ্বকাপ খেলতে ভারতে না যেতে চেয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি।

এসআই

অবসর নিতে চেয়েছিলেন নেইমার

টিভিতে শ্রীলঙ্কা-পাকিস্তানের প্রথম টি-টোয়েন্টিসহ আরও যত ম্যাচ

অথচ বিষয়টি নিয়ে বিসিসিআই বোর্ড সভায় আলোচনাই হয়নি!

ফিজের ক্ষতিপূরণ নিয়ে আইপিএল কর্তৃপক্ষের ভাবনা

আইপিএল নিলামে নাম দিতে দ্বিতীয়বার ভাববেন তানজিম

কোয়ার্টার ফাইনালের টিকিট কাটল মিসর-নাইজেরিয়া

আন্তর্জাতিক স্কোয়াশে ইয়াসিন চ্যাম্পিয়ন

হচ্ছে না সুপার কাপ

হেড-স্মিথের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার দাপট

হেড-স্মিথের সেঞ্চুরিতে রানের পাহাড়ে অস্ট্রেলিয়া