বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা ২০২৫ সম্পন্ন হয়েছে।
আজ শনিবার সকালে শীতলক্ষা নদীতে নারায়নগঞ্জের বক্তাবলী বাজার ফেরীঘাট থেকে শুরু হয়ে মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে লঞ্চঘাট এলাকায় গিয়ে শেষ হয়। পরে লঞ্চঘাট এলাকায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌ-বাহিনী প্রধান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি এডমিরালএম নাজমুল হাসান ওএসপি ,এনপিপি ,এনডিসি,পিএসসি। সাঁতার প্রতিযোগিতায় বাংলাদেশ সেনা ও নৌবাহিনীসহ ১২ টি সংগঠনের ৩৫ জন প্রতিযোগী অংশগ্রহন করেন।
এর মধ্যে পুরুষ বিভাগে ২৩ জন এবং মহিলা বিভাগে ১২ জন সাতারু ছিলেন। প্রতিযোগিতায় মহিলাদের বিভাগে ৭ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে ১ ঘণ্টা ৭ মিনিট ২৩ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার। দ্বিতীয় হয়েছেন সেনাবাহিনীর মুক্তি খাতুন। আর তৃতীয় নৌবাহিনীর রুপা খাতুন।
পুরুষ বিভাগে ১০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে ১ ঘণ্টা ২৮ মিনিট ৪২সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অর্জন করেন সেনাবাহিনীর ফয়সাল আহম্মেদ। দ্বিতীয় নৌবাহিনীর পলাশ চৌধুরী এবং তৃতীয় হয়েছেন সেনাবাহিনীর আশিকুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা নৌ-অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল আব্দুল্লাহ আল মাকসুদ, বিআইডাব্লিউটিসির চেয়ারম্যান কমোডোর আরিফ আহম্মেদ ।
আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সহসভাপতি মিজানুর রহমান মিয়া ভাই। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক নিবেদিতা দাস।
প্রধান অতিথি নৌবাহিনী প্রধান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি এডমিরাল এম নাজমুল হাসান বলেন , 'আমরা যদি তরুণদের, স্কুল করেজের শিক্ষার্থীদের সাঁতারে উদ্বুদ্ধ করতে পারি, তাহলে বাংলাদেশ সাঁতারে একদিন আন্তর্জাতিক মানে পৌঁছতে পারবে। তিনি আরো বলেন, 'মুন্সীগঞ্জে সাতাঁরের একটি ট্রেনিং ক্যাম্প করা হবে। এখান থেকে বাছাই করে ট্যালেন্ট হান্টে অন্তর্ভুক্ত করা হবে।'