আবুধাবি টি-টেন লিগে দল পেয়েছেন তাসকিন আহমেদ। এর আগে দল পেয়েছিলন সাকিব আল হাসান ও সাইফ হাসান। তাসকিনকে দলে ভিড়িয়েছে নর্দান ওয়ারিয়র্স। আজ ফ্র্যাঞ্চাইজিটি এক বিবৃতিতে তাসকিনের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করে।
এবার আবুধাবি টি-টেনে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে এসেছে রয়্যাল চ্যাম্পস। ড্রাফটের আগেই সাকিবকে দলে নেয় তারা। দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব। তাই এ টুর্নামেন্টে শুরু থেকেই খেলবেন সাবেক এই টাইগার অধিনায়ক।
অন্যদিকে ১৮ অক্টোবর হওয়া ড্রাফটে ‘বি’ ক্যাটাগরি থেকে সাইফ হাসানকে দলে নেয় অ্যাসপিন স্ট্যালিয়ন্স। ‘সি’ ক্যাটাগরি থেকে দল পেয়েছিলেন নাহিদ রানাও। ভিস্তা রাইডার্সের হয়ে খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে বিসিবি অনাপত্তিপত্র পাননি তিনি।