বিপিএলের ১২তম আসরের মূল পর্ব শুরুর আগে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল রংপুর রাইডার্স ও রাজশাহী ওয়ারিয়র্স। এই ম্যাচে ৫ উইকেটে হেরেছে রংপুর। বসুন্ধরা স্পোর্টস সিটিতে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৩৬ রান তোলে রংপুর রাইডার্স। জবাবে, ১৮.১ ওভারে জয় নিশ্চিত করে নবাগত রাজশাহী ওয়ারিয়র্স।
টস হেরে আগে ব্যাট করতে নেমে ইফতেখার হোসেন ইফতির ৪৫ বলে ৫৮ ও তাওহিদ হৃদয়ের ১৯ বলে ২৬ রানে ভর করে ৫ উইকেটে ১৩৬ রানে থামে রংপুরের ইনিংস। ইফতি ৪৫ বলের ইনিংসে হাঁকান ৬ চার ও দুই ছক্কা। এছাড়া হৃদয়ের ব্যাটে আসে তিন চার। আর শেষদিকে মৃত্যুঞ্জয় চৌধুরী ১৮ বলে করেন ২১ রান। রাজশাহীর হয়ে রিপন মন্ডল ও আব্দুল গাফফার সাকলাইন নেন দুইটি করে উইকেট।
রান তাড়ায় রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৩২ বলে ৩৪ রান করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এছাড়া ওপেনার তানজিদ হাসান তামিমের ব্যাটে আসে ৩১ ও আকবর আলী করেন ২৫ রান। তাতেই ১৮.১ ওভারে জয় নিশ্চিত করে রাজশাহী ওয়ারিয়র্স। রংপুরের হয়ে ৭ রানে দুই উইকেট নেন পেসার আব্দুল হালিম। এছাড়া নাহিদ রানা ২৭ রানে এক উইকেট।