দুই ম্যাচের টেস্ট সিরিজ জমাতে পারেনি আয়ারল্যান্ড। সিলেট ও মিরপুরে সিরিজের দুটো টেস্টেই বড় ব্যবধানে হেরেছে অতিথি দল। টেস্ট সিরিজের সেই ব্যর্থতা টি-টোয়েন্টিতে কাটিয়ে উঠতে মরিয়া আয়ারল্যান্ড।
বাংলাদেশের বিরুদ্ধে আয়ারল্যান্ডের তিন ম্যাচের এই টি টুয়েন্টি সিরিজ শুরু হচ্ছে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থেকে। সিরিজের সবগুলো ম্যাচ হবে চট্টগ্রামে।
বুধবার এই সিরিজ উপলক্ষে দু দল অনুশীলনে অংশ নেয়। টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে এই ফরমেটে বাংলাদেশের এখন সুসময় চলছে। পেছনের বেশ কয়েকটি টি-টোয়েন্টি সিরিজ টানা জিতেছে বাংলাদেশ। হারিয়েছে পাকিস্তান, শ্রীলংকা ও আফগানিস্তানকে। তবে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩-০ তে হেরেছিল বাংলাদেশ। তাও আবার এই চট্টগ্রামে। আয়ারল্যান্ড সিরিজে সেই ব্যর্থতা কাটিয়ে উঠতে বদ্ধপরিকর লিটন দাসের দল।
বুধবার অনুশীলনে নামার আগে বাংলাদেশের অধিনায়ক লিটন দাস ও আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টারলিং সিরিজের ট্রফি উন্মোচন করেন। এ ট্রফি উন্মোচন হয়েছে শহরের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু'র সবুজ ঘাসের চত্বরে।