গুয়াহাটি টেস্ট
গুয়াহাটিতে দারুণ শুরুর আভাস দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। মনে হচ্ছিল বড় ইনিংসের পথেই হাঁটতে যাচ্ছে সফরকারীরা। কিন্তু প্রোটিয়াদের ব্যাটিংয়ে সামনে প্রতিরোধ গড়ে তোলে ভারত। কুলদীপ যাদবের ঘুর্ণি জাদুতে দ্বিতীয় টেস্টের প্রথম দিন খুব বেশি দূর আগাতে পারেনি আফ্রিকার দলটি। ২৪৭ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলেছে ক্যাপ্টেন টেম্বা বাভুমার দল। তাতে স্বস্তির পরশ বইয়ে গেছে ভারতীয় শিবিরে।
তবে দক্ষিণ আফ্রিকার শুরুটা ছিল দারুণ। উদ্বোধনী জুটিতে এইডেন মার্করাম আর রায়ান রিকেলটন তুলে ফেলেন ৮২ রান। তবে দুর্ভাগ্য, দুজনকে থামতে হয়েছে এখানেই। আর কোনো রান দলীয় স্কোরে যোগ না হতেই সাজঘরে ফেরেন দুই ওপেনার। মার্করাম ৩৮ রানে জাসপ্রিত বুমরাহ আর রিকেলটন ৩৫ রানে কুলদীপের বলে কাটা পড়েন। তাতে ব্যাটিং লাইন-আপে মড়ক লাগার আভাস মেলে। তবে দলের সেই বিপদ সামলে তৃতীয় উইকেট জুটিতে টেম্বা বাভুমা আর ট্রিস্টান স্টাবস ১৮২ বলে গড়েন ৮৪ রানের পার্টনারশিপ।
স্টাবস-বাভুমা দুরন্ত ব্যাটিং করলেও কেউ ফিফটির মাইলফলক স্পর্শ করতে পারেননি। স্টাবস মাত্র এক রানের জন্য হাফ-সেঞ্চুরি মিস করেন। ১১২ বলে ৪৯ রানের দারুণ কার্যকরী ইনিংস সাজান তিনি ৪ বাউন্ডারি ও ২ ছক্কায়। আর বাভুমা ফেরেন ৯ রানের আক্ষেপ নিয়ে। মানে ৪১ রানেই থামতে হয়েছে প্রোটিয়া অধিনায়ককে। দলীয় স্কোরে টনি ডি জর্জি ২৮ রান যোগ করে বিদায় নেন ক্রিজ থেকে। দিন শেষে ২৫ রান নিয়ে ক্রিজে রয়ে গেছেন সেনুরান মুথুস্যামি।
ভারতের হয়ে ৪৮ রান খরচ করে ৩ উইকেট শিকার করেছেন কুলদীপ যাদব। একটি করে উইকেট নিয়েছেন জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজা।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ২৪৭/৬, ৮১.৫ ওভার (স্টাবস ৪৯, বাভুমা ৪১, মার্করাম ৩৮, রিকেলটন ৩৫, জর্জি ২৮ ও মুথুস্যামি ২৫*; কুলদীপ ৩/৪৮)। *প্রথম দিন শেষে