নারী ওয়ানডে বিশ্বকাপের পর ছুটি কাটিয়ে মিরপুরে অনুশীলন শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। ফিটনেস ক্যাম্প শেষে এবার নিজ নিজ বিভাগে যোগ দিয়েছেন তারা। খেলবেন বিসিএল। আগামী ১৪ ডিসেম্বর থেকে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে শুরু হবে এই টুর্নামেন্ট।
টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়া এই বিসিএল অনুষ্ঠিত হবে বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতির জন্য। আগামী ১৫ জানুয়ারি থেকে নেপালে শুরু হবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। সেই টুর্নামেন্টের প্রস্তুতির জন্যই আয়োজন করা হচ্ছে এই বিসিএল।
ওয়ানডে বিশ্বকাপের পর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ছুটি নেওয়ার পরিকল্পনা ছিল। আপাতত সেই ছুটি নিচ্ছেন না। খেলবেন বিসিএলে। সহ-অধিনায়ক নাহিদা আক্তার থাকছেন ছুটিতে। ইনজুরির কারণে তিনি বিসিএলে খেলতে পারবেন না বলে জেনে গেছে। বিসিএলের পর সরাসরি জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন এই বাঁহাতি স্পিনার।