হোম > খেলা

আফসোসের মধ্যেও জয় খুঁজে নিয়েছে খুশি

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

দ্বিতীয় দিনশেষে ১৬৯ রানে অপরাজিত ছিলেন মাহমুদুল হাসান জয়। তৃতীয় দিনের শুরুতে সবার আশা ছিল ক্যারিয়ারের প্রথম দ্বিশতকটা পূর্ণ করেই ফেলবেন। কিন্তু দিনের শুরুতে মাত্র দুই রান যোগ করে আউট মাহমুদুল হাসান জয়। তাতে ডাবল সেঞ্চুরি মিসের আফসোস সঙ্গী হয়েছে তার। তবে এই আফসোসের দীর্ঘশ্বাস লম্বা করতে চান না। বরং, এর মধ্যেই খুঁজে নিয়েছেন খুশি! কারণ, শেষ ১৭ ইনিংসে ছিল না কোনো ফিফটি প্লাস ইনিংস। ফলে বাদ পড়েছিলেন দল থেকে এবং প্রত্যাবর্তন ম্যাচে তার ব্যাটে এসেছে বড় রান। তাই তো সংবাদ সম্মেলনে জয়ের চোখে-মুখে ছিল খানিকটা স্বস্তির ছোঁয়া।

দ্বিশতকের আশায় যখন দর্শকরা, তখন ব্যারি ম্যাকার্থির বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে ফেরেন মাহমুদুল হাসান জয়। যখন আউট হয়ে ফিরছিলেন প্যাভিলিয়নে, তখন তার চোখেমুখে ছিল খানিকটা হতাশা। এ নিয়ে জয় বলেন, ‘অবশ্যই একটু হতাশ, কারণ আমার জীবনে প্রথম ডাবল সেঞ্চুরি হতো যদি আমি ক্যারি করতে পারতাম। আমি বলবো যে একটু ডিসঅ্যাপয়েন্টেড যে ক্যারি করতে পারিনি শেষ পর্যন্ত।’

তবে রানের ফিরতে পেরেছেন- এটাও তার জন্য স্বস্তির কারণ। ক্যারিয়ারের চতুর্থ ইনিংসে পাওয়া সেঞ্চুরির পর যে দ্বিতীয়টার জন্য তাকে অপেক্ষা করতে হয়েছে তিন বছর ৭ মাস ও ৩০ ইনিংস। এই লম্বা অপেক্ষার কারণে খানিকটা খুশিও ছিল তার মধ্যে। এ নিয়ে জয়ের ভাষ্য, ‘সবমিলিয়ে বললে আমি খুশি। কারণ বেশ কয়েকদিন পর আমি দলে এসেছি এবং বেশ কয়েকদিন পর একটা ম্যাচ আমি জাতীয় দলের হয়ে বল ইনিংসে খেলতে পারছি। আর বলবো যে আমি খুব হ্যাপি, বাট আগের তো বললাম যে যদি ডাবল হান্ড্রেড হতো আরেকটু ভালো হতো। একটু ডিসঅ্যাপয়েন্টেড ওই দিক থেকে।’

জয়কে নিয়ে যখন চারদিকে এমন উল্লাস আর প্রশংসা। তখন পেছনের কথা ভুলে গেলেও চলবে না। কারণ, সবশেষ তিন বছরে যে বলার মতো কোনো পারফরম্যান্স আসেনি তার ব্যাটে। তখন তাকে ঘিরে ছিল তুমুল সমালোচনা। পুরোনো সবকিছু ভুলে এখন ভবিষ্যতে ভালো খেলার দিকে তাকিয়ে আছেন জয়। তার কথায়, ‘যেটা চলে গেছে এটা নিয়ে তেমন চিন্তা করছি না। যেটা সামনে আছে সেটা নিয়ে চিন্তা করছি। কারণ অতীত অতীতই। এখন আরো কীভাবে উন্নতি করা যায়। ভালো করছি, এটা কীভাবে চালিয়ে যাওয়া যায় ওই চেষ্টা করব।’ তিনি আরো যোগ করেন, ‘খুব বড় পরিকল্পনা এখনো করিনি। এই সিরিজের মধ্যেই আছি এখন। ২-৩ বছর অনেক বড় সময়। এত বড় পরিকল্পনা করতে গেলে দেখা গেল সামনের সিরিজগুলোতে এত ভালো পারফর্ম হবে না।’

হামজা ম্যাজিকের পরও জয় বঞ্চিত বাংলাদেশ

হামজার জোড়া গোলে এগিয়ে বাংলাদেশ

পরিবারের ‘আশার আলো’, বাংলাদেশের ‘রৌপ্য কন্যা’

পাঁচশর মাইলফলকে তাইজুল

অভিযোগ কমিটি গঠনের নির্দেশনা এনএসসির

সিলেটে জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

হামজাকে নিয়েই নামছে বাংলাদেশ

হকিতে পাকিস্তানের কাছে হারল বাংলাদেশ

বাংলাদেশের ইনিংস ঘোষণা, লিড ৩০১

এশিয়ান আরচারিতে রৌপ্য পদক জিতল বাংলাদেশ