সিলেটে ব্যাট হাতে বাংলাদেশের শুরুটা ছিল দারুণ। সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় উদ্বোধনী জুটিতে যোগ করেন ১৬৮ রান। টেস্ট ওপেনিংয়ে এটা বাংলাদেশের চতুর্থ সেরা জুটি। ওপেনিংয়ে সবচেয়ে বেশি রান এসেছিল ইমরুল কায়েস ও তামিম ইকবালের ব্যাটে। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে ৩১২ রান তুলেছেন তারা।
এছাড়া ওপেনার হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস খেলার রেকর্ড গড়েছেন মাহমুদুল হাসান জয়। আজ সিলেট টেস্টের তৃতীয় দিনে তার সামনে সুযোগ আছে সবার উপরে থাকা তামিম ইকবালকে ছাড়িয়ে যাওয়ার। এর জন্য তার দরকার ৪৮ রান। আগামীকাল সকালে এই রান করতে পারলে ওপেনার হিসেবে সবচেয়ে বড় ইনিংসের মালিক হবেন তিনি।
দ্বিতীয় উইকেট জুটিতে সপ্তম সর্বোচ্চ রানের জুটি গড়েন মাহমুদুল হাসান জয় ও মমিনুল হক। সর্বোচ্চ রানের জুটি গড়তে তাদেরকে করতে হবে আরো ৬৩ রান। এর আগে ২০১৪ সালে শামসুর রহমান শুভকে সঙ্গে নিয়ে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ২৬২ রান যোগ করেন ইমরুল কায়েস। এখন পর্যন্ত এটাই টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে দ্বিতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ রান।