হোম > খেলা

শেষ মুহূর্তে রাবাদাকে হারাল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে দক্ষিণ আফ্রিকা। কেয়ার্নসে ম্যাচটি শুরুর আগ মুহূর্তে চোটের কারণে ছিটকে গেছেন সফরকারীদের পেস আক্রমণের নেতা কাগিসো রাবাদা।

প্রথম ওয়ানডে শুরুর আগে দলের সঙ্গে মাঠে আসেন রাবাদা। তবে গা গরমের জন্য সতীর্থদের সঙ্গে মাঠে নামেননি। কিছুক্ষণ পরেই দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার ওই বার্তা।

সিএ জানিয়েছে, অ্যাঙ্কেলে চোট পেয়েছেন রাবাদা। এজন্য পুরো ওয়ানডে সিরিজ থেকেই ছিটকে গেছেন এই তারকা বোলার। এর আগে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ছিলেন রাবাদা। সোমবার (১৮ আগস্ট) স্ক্যান রিপোর্ট থেকে জানা যায়- বেশ বড় ধরনের চোটই পেয়েছেন তিনি।

যদিও রাবাদা কখন চোট পেয়েছেন সে বিষয়ে কোনো তথ্য দেয়নি সিএ। ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেও দলের সঙ্গে অস্ট্রেলিয়াতেই থেকে যাবেন ৩০ বছর বয়সী ক্রিকেটার। আপাতত তাসমান পাড়ের দেশটিতেই মেডিকেল টিমের অধীনে পুনর্বাসন চলবে তার।

রাবাদার চোটের কারণে ওয়ানডে সিরিজে জায়গা পেয়েছেন কোয়েনা মাফাকা। টি-টোয়েন্টি সিরিজে বল হাতে দুর্দান্ত ছিলেন ১৯ বছর বয়সী পেসার- ৩ ম্যাচে নেন ৯ উইকেট। দক্ষিণ আফ্রিকার হয়ে এখন পর্যন্ত দুটি একদিনের ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার।

বিজয় দিবসে মুশফিকুর-শরিফুলদের শুভেচ্ছা

৯ কোটি ২০ লাখে কলকাতা নাইট রাইডার্সে মোস্তাফিজ

মেসি-কাণ্ডে অব্যাহতি চাইলেন কলকাতার ক্রীড়ামন্ত্রী

নারীদের বর্ষসেরা সাবালেঙ্কা

অবৈধ বোর্ড, পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবি সংগঠকদের

সিরিজ ফয়সালার লড়াইয়ে নামছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

যুব বিশ্বকাপের খেলা দেখবেন টিভিতে

১০ ম্যাচের মধ্যে হলো মোটে তিন ম্যাচ!

দুই বিমারে শেষ শাহিনের ওভার!

মেক্সিকো-দক্ষিণ কোরিয়ার ও দক্ষিণ আফ্রিকার লড়াই