সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস হওয়ার পর ধারাভাষ্যকারদের সঙ্গে কথা বলছিলেন রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ঠিক সে সময়েই মাঠের হোম ড্রেসিংরুমের সামনে হুট করে শুরু হয় দৌড়াদৌড়ি। খানিকটা সময় ঘটনা পর্যবেক্ষণের পর জানা যায়, ঢাকা ক্যাপিটালসের কোচ মাহবুব আলী জ্যাকি অসুস্থ হয়ে মাঠে পড়ে গেছেন।
ঠিক কিভাবে পড়ে গেছেন। তা বুঝতেও অনেকটা সময় লেগে যায় সংবাদকর্মীদের। প্রেসবক্স থেকে দেখা যায়, দুই দলের ফিজিওরা দৌড়ে আসছেন। দূর থেকে দেখে মনে হচ্ছিল, তাকে দেওয়া হচ্ছে সিপিআর। পরে বোঝা যায়, হুট করে মাঠে পড়ে যান মাহবুব আলী জ্যাকি।
মাঠে পড়ে যাওয়া এই কোচের কী হয়েছে তা এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। মাঠে খানিকটা সময় সিপিআর দেওয়ার পর তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।