রুবাবা দৌলা পরিচালক হওয়ার আগেই খবরটা ছড়িয়ে পড়েছিল। বিসিবির নারী উইংয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি। সেই খবরই এবার সত্যি হলো। নারী উইংয়ের চেয়ারপারসনের দায়িত্ব পেয়েছেন রুবাবা দৌলা। কমিটিতে তিনি আব্দুর রাজ্জাক রাজের উত্তরসূরি হলেন। তবে আব্দুর রাজ্জাক এই বিভাগে ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করে যাবেন।
বিসিবির আরো কয়েকটি কমিটির দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। খালেদ মাসুদ পাইলটের বদলে হাই পারফরম্যান্সের (এইচপি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন আব্দুর রাজ্জাক। আর গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে পাইলটকে। এই কমিটিতে তিনি উত্তরসূরি হবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের।