আগের রাতেই জয় পেয়েছিল বার্সেলোনা। তাতে টেবিলে পয়েন্টের ব্যবধান ছিল সাত। এবার সেটা চারে নামিয়ে আনল রিয়াল মাদ্রিদ। গত রাতে তারা ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে রিয়াল বেতিসকে। দলের সেরা তারকা কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই খেলতে নেমে হ্যাটট্রিক করেছেন জোয়ান গার্সিয়া, একটি করে গোল করেছেন রাউল অ্যাসেনসিও এবং ফ্র্যান গার্সিয়া।
সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু হওয়া ম্যাচে প্রথমার্ধে একটি গোল এবং দ্বিতীয়ার্ধে বাকি চারটি গোল হয়েছে। ম্যাচের ২০ মিনিটে রদ্রিগোর ফ্রি-কিক থেকে হেডারে গোল করে রিয়ালকে এগিয়ে নেন গার্সিয়া। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও রিয়াল ১-০ গোলে বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধের মাত্র পাঁচ মিনিটে গার্সিয়া নিজে শট নিয়ে লিড দ্বিগুণ করেন। এরপর ৫৬ মিনিটে রাউল অ্যাসেনসিও রদ্রিগোর ক্রস থেকে হেডার করে রিয়ালের লিড ৩-০ করেন। যদিও ৬০ মিনিটে বেতিস একটি গোল শোধ করে হার্নান্দেসের গোলে। ৮২ মিনিটে রিয়াল মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো গার্সিয়ার পাস থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন। যোগ করা সময়েও ফ্রান্সিসকো গার্সিয়া রিয়ালের পঞ্চম গোল করেন।
এই জয়ে ১৯ ম্যাচে ১৬ জয় ও এক ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৪৯। সমান ম্যাচে ১৪ জয় ও তিন ড্রয়ে রিয়ালের পয়েন্ট ৪৫।