আগামী মাসে ভারত সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলবেন দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। আগামী ১৪ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হবে প্রথম টেস্ট। ২২ নভেম্বর পরের টেস্ট গুয়াহাটিতে।
দক্ষিণ আফ্রিকার টেস্ট দল : টেম্বা বাভুমা (অধিনায়ক), কর্বিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, জুবাইর হামজা, সাইমন হার্মার, মার্কো ইয়ানসেন, কেশাভ মহারাজ, এইডেন মার্করাম, ভিয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, কাইল ভেরেইনা।